সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেলফি? সে তো সবাই তোলেন৷ স্মার্টফোনের স্মার্ট ফ্রন্ট ক্যামেরার সদ্ব্যবহার করেননি এমন মানুষ ভুবনডাঙায় পাওয়া দুষ্কর৷ উর্ধ গগনে ফোন তুলে নিজের ছবি নেওয়ার এই হিড়িকে সামিল হননি মারিকো ও কাজ৷ বরং তার চেয়ে আরও এক ধাপ এগিয়ে গিয়েছেন জাপানের এই নবদম্পতি৷
নিজেদের মধুচন্দ্রিমার মধুর মূহূর্তগুলি ড্রোন ক্যামেরায় শুট করেছেন তাঁরা৷ ড্রোনের মাধ্যমেই তৈরি করেছে আস্ত এক তথ্যচিত্র৷ মাত্র কয়েকদিনের জন্য ছিল না মারিকো ও কাজ-এর এই কর্মযজ্ঞ৷ ২০১৫ সালে শুরু হয়েছিল তাঁদের বিশ্বভ্রমণ৷ মোট ৪১টি দেশ ঘুরে মধুচন্দ্রিমা সেরেছেন দু’জনে৷ পুরো সফরটাই ড্রোন ক্যামেরায় শুট করেছেন কাজ নিজে৷
মে মাসের ৯ তারিখ নিজেদের ভিডিওর ট্রেলার ফেসবুকে আপলোড করেছেন জাপানি দম্পতি৷ দুজনের এই প্রেমের সফর লাইক করেছেন লক্ষাধিক মানুষ৷
মানুষের পছন্দের হার দেখে মারিকো-কাজের আশা, ‘সেলফি’র বদলে এবারে অনেকেই তাহলে অনুসরণ করবেন তাঁদের এই অভিনব ‘ড্রোনি’ আইডিয়া৷
The post সেলফি আউট, মধুচন্দ্রিমায় ‘ড্রোন শুট’-এ মজলেন দম্পতি appeared first on Sangbad Pratidin.