সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশ্য রাস্তায় আচমকা হামলা চালিয়ে সাতজনকে নির্মমভাবে খুন করল এক আততায়ী। তাকে বাধা দিতে গিয়ে জখম হয়েছেন একজন পুলিশকর্মী-সহ আরও ৭ জন। রবিবার ঘটনাটি ঘটেছে চিনের উত্তর-পূর্ব প্রান্তে অবস্থিত লিয়নিং (Liaoning) প্রদেশের কাইয়ুান শহরে। ওই আততায়ীকেও পুলিশ গ্রেপ্তার করেছে বলে খবর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার কাইয়ুান (Kaiyuan) শহরের একটি রাস্তায় আচমকা পথচারীদের উপর ধারালো ছুরি নিয়ে চড়াও হয় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি। তারপর এলোপাথাড়ি ছুরি চালাতে (knife attack) থাকে। এর জেরে অনেক মানুষকে গুরুতর জখম অবস্থায় রাস্তায় পড়ে ছটফট করতে দেখেন প্রত্যক্ষদর্শীরা। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় কিছু মানুষ ও কর্তব্যরত পুলিশকর্মীরা ওই দুষ্কৃতীকে বাধা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু, তাঁদেরও ধারালো অস্ত্র দিয়ে জখম করে অভিযুক্ত। যদিও শেষ রক্ষা হয়নি। সাত জনকে জখম করলেও তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন ঘটনাস্থলে উপস্থিত পুলিশকর্মীরা।
[আরও পড়ুন: পাকিস্তানের গিলগিট প্রদেশে ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত পাইলট-সহ ৫ সেনাকর্মী]
কাইয়ুান শহরের পুলিশ সূত্রে খবর, ধৃতকে জেরা করে এই হামলার কারণ জানার চেষ্টা চলছে। পাশাপাশি জখমদের হাসপাতালে ভরতি করা হয়েছে। কয়েকজনের জখম গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য, পৃথিবীর অন্যান্য দেশের মতো চিনে সন্ত্রাসবাদী বা হিংসাত্মক হামলার ঘটনা খুব কমই ঘটে। তবে গত কয়েক বছর ধরে চিনের বিভিন্ন প্রান্ত ছুরি ও ব্লেড নিয়ে হামলার ঘটনা ক্রমশ বাড়ছে বলেই খবর। মানসিক ভারসাম্যহীন কিছু মানুষ ছুরি বা ব্লেড নিয়ে কিন্ডার গার্ডেন ও প্রাইমারি স্কুলের পড়ুয়া বা পথচারীদের উপর হামলা করছে বলে জানা গিয়েছে। এভাবে তারা নিজেদের রাগ মেটাতে চাইছে বলেই মানসিক রোগ বিশেষজ্ঞদের দাবি।