shono
Advertisement

অ্যাপকে হাতিয়ার করেই মধুচক্র, হাই প্রোফাইল সেক্স ব়্যাকেটের পর্দা ফাঁস

কীভাবে অনলাইনে চলত সেক্স ব়্যাকেট? The post অ্যাপকে হাতিয়ার করেই মধুচক্র, হাই প্রোফাইল সেক্স ব়্যাকেটের পর্দা ফাঁস appeared first on Sangbad Pratidin.
Posted: 07:26 PM Jul 22, 2018Updated: 07:56 PM Jul 22, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  হাই প্রোফাইল সেক্স ব়্যাকেটের পর্দা ফাঁস করল পুলিশ৷ অ্যাপের মাধ্যমে দীর্ঘদিন ধরে চলতে থাকা মধুচক্রের আসরে অভিযান চালিয়ে চার যুগলকে আটক করে পুলিশ৷ ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে ফ্ল্যাট ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে চলছিল মধুচক্রের আসর৷ গোপন সূত্রে খবর পেয়ে রবিবার আপত্তিকর অবস্থায় চার পুরুষ ও মহিলাকে গ্রেপ্তার করে ঝাড়খণ্ড৷

Advertisement

[১৭ জন আইপিএসের নামে ভুয়ো অ্যাকাউন্ট, যুবকের কীর্তিতে হতবাক পুলিশ]

পুলিশ সূত্রে খবর, অনলাইনের মাধ্যমে মোটা টাকার বিনিময়ে গ্রহকদের হাই প্রোফাইল মহিলাদের ছবি দেখিয়ে যৌন সম্পর্ক গড়ার প্রস্তাব দেওয়া হত৷ দরদামের পর বলে দেওয়া হত, ঠিকানা৷ অগ্রিম টাকা মিটতেই নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেত কলেজ পড়ুয়া থেকে গৃহবধূ অথবা উঠতি মডেল৷ পুলিশের নজর এড়াতে জনবহুল এলাকাগুলিকেই টার্গেট করা হত৷ ফ্ল্যাট ভাড়ার নিয়েই চলত যৌন ব্যবসা৷

[এবার বিদেশেও গো-প্রীতি মোদির! রোয়ান্ডার প্রেসিডেন্টকে উপহার ২০০টি গরু]

অভিযোগ, রাজধানীর বৃত্তিশালী এলাকা বৃদ্ধা সেক্টরে প্রায় মাস ছয়েক যাবত ফ্লাট ভাড়া করেন এক ব্যক্তি৷ নতুন প্রতিবেশীর আচার-আচরণ দেখে সন্দেহ হয় আবাসিকদের৷ রাত-দুপুরে ফ্ল্যাটে তরুণ-তরণীদের ঘোরাফেরা করতে দেখে আবাসিকদের সন্দেহ দানা বাধতে শুরু করে৷ আবাসিকদের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ৷ পরে, অভিযান চালিয়ে আপত্তিকর অবস্থায় মহিলা ও পুরুষ-সহ আট জনকে গ্রেপ্তার করে পুলিশ৷

[দির দোকান থেকে উদ্ধার দ্বাদশ শ্রেণির পরীক্ষার উত্তরপত্র, চাঞ্চল্য পাটনায়]

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মূলত ধনী ও প্রভাবশালীদের টার্গেট করা হত৷ মোবাইল অ্যাপের মধ্যে নামী মডেল থেকে শুরু করে কলেজ পড়ুয়াদের যৌন আবেদনের ছবি পাঠিয়ে প্রভাবিত করা হত৷ বিভিন্ন পার্বণ উপলক্ষে দরাদরিতে বিশেষ ছাড়াও দেওয়া হত বলে পুলিশ সূত্রে খবর৷

[কর্পোরেশনে ঘুরছে মহিলার অতৃপ্ত আত্মা! ওঝা ডেকে চলল পুজোপাঠ]

The post অ্যাপকে হাতিয়ার করেই মধুচক্র, হাই প্রোফাইল সেক্স ব়্যাকেটের পর্দা ফাঁস appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement