সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়াংখেড়ে কাণ্ডে অবশেষে ক্লিনচিট পেলেন শাহরুখ খান৷ তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ করল মুম্বই পুলিশ৷ সেই মত জানিয়ে দেওয়া হল আদালতকেও৷
২০১২ সালে আইপিএল-এ কলকাতা বনাম মুম্বই ম্যাচের পর স্টেডিয়ামে ঢোকা নিয়ে ঝামেলায় জড়িয়ে পড়েন শাহরুখ৷ দায়িত্বরত নিরাপত্তারক্ষীকে ধাক্কা দেওয়া-সহ গালিগালাজ করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে৷ এমনকী তিনি মদ্যপ ছিলেন বলেও অভিযোগ করা হয়৷ যদিও আত্মপক্ষ সমর্থন করে বলিতারকা জানিয়েছিলেন, তাঁর সন্তানদের নিরাপদে রাখতে গিয়েই তাঁকে ঝামেলায় জড়াতে হয়েছিল৷ তাঁর সন্তানদের উদ্দেশেই খারাপ কথা বলা হয়েছিল বলে পাল্টা অভিযোগ তোলেন শাহরুখ৷ ঘটনার জেরে ওয়াংখেড়েতে প্রবেশ নিষিদ্ধ হয় শাহরুখের৷ তবে আদালতে জমা দেওয়া ঘটনার রিপোর্টে মুম্বই পুলিশ স্পষ্টই জানিয়ে দিল, শাহরুখ কোনও অপরাধ করেননি৷ তিনি মদ্যপও ছিলেন না এবং গালিগালাজও করেননি৷ কোনও অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়ে পড়েননি তিনি৷ পুলিশের এই রিপোর্টে বছর চারেক বাদে বলিতারকা ঘটনা থেকে কলঙ্কমুক্ত হলেন বলেই মনে করা হচ্ছে৷
The post ওয়াংখেড়ে কাণ্ডে কলঙ্কমুক্তি শাহরুখের appeared first on Sangbad Pratidin.