shono
Advertisement

‘ভারতের প্রধানমন্ত্রী কি শিক্ষিত হওয়া উচিত?’নয়া পোস্টারে ছয়লাপ রাজধানী দিল্লি

'আপের 'মোদি হটাও দেশ বাঁচাও' পোস্টারের পর নয়া বিতর্ক।
Posted: 03:17 PM Mar 30, 2023Updated: 04:15 PM Mar 30, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তীব্র অস্বস্তিতে দিল্লি পুলিশ (Delhi Police)। ফের রাজধানী জুড়ে ছয়লাপ বিতর্কিত পোস্টার। প্রকারন্তরে যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে বলেই মনে করছে বিরোধী দলগুলি। নীল রঙের প্রচ্ছদপটে সাদা কালিতে হিন্দিতে লেখা পোস্টারে প্রশ্ন তোলা হয়েছে, ”ভারতের প্রধানমন্ত্রী কি শিক্ষিত হওয়া উচিত?”

Advertisement

সম্প্রতি আনুষ্ঠানিক ভাবে মোদি বিরোধী পোস্টার প্রকাশ করেছিল অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) আম আদমি পার্টি (AAP)। আপের পোস্টারে লেখা হয়েছিল, ‘মোদি হটাও দেশ বাঁচাও’। এর পরেই দিল্লির দেওয়াল ভরতি নয়া পোস্টার। যেখানে লেখা হয়েছে, ”ভারতের প্রধানমন্ত্রী কি শিক্ষিত হওয়া উচিত?” দিল্লিতে ২৩ মার্চ একটি বিরাট জনসভা করেছিল আপ। যেখানে উপস্থিত ছিলেন শীর্ষ স্থানীয় আপ নেতারা। ওই সভায় ‘মোদি হটাও দেশ বাঁচাও’ স্লোগান তোলেন আপ নেতা-কর্মীরা।

[আরও পড়ুন: স্ত্রীকে দেখভালের দায়িত্ব স্বামীর, ভিক্ষে করে হলেও খোরপোশ দিতে হবে! জানাল আদালত]

মোট ১১টি ভাষায় ‘মোদি হটাও দেশ বাঁচাও’ পোস্টার প্রকাশ্যে করেছে আপ। হিন্দি, ইংরাজি উর্দু, পাঞ্জাবি ছাড়াও গুজরাটি, তেলেগু, ওড়িয়া, কন্নড়, মালয়ালম, এমনকী বাংলাতেও ওই পোস্টার প্রকাশ করা হয়েছে। তারপরেই প্রকারন্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে রাজধানী জুড়ে পোস্টারে বিতর্ক তৈরি হল।

[আরও পড়ুন: পাক সীমান্তে আইইডি বিস্ফোরণে চাঞ্চল্য, কাশ্মীরের বিশাল এলাকা জুড়ে তল্লাশি পুলিশের]

উল্লেখ্য, গত ২২ মার্চ প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে আপত্তিকর পোস্টারের জেরে ১০০টি এফআইআর করে দিল্লি পুলিশ। গ্রেপ্তার করা হয় ৬ ব্যক্তিকে। সেই সময়েও বেশ কিছু পোস্টার উদ্ধার করেছিল পুলিশ, যেখানে লেখা ছিল ‘মোদি হটাও দেশ বাঁচাও’।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement