shono
Advertisement

সিদ্ধার্থের নগ্ন ছবিতে সমালোচনায় মুখর টুইট দুনিয়া

একেই বলে বাপ কা ব্যাটা! বাবা ঋণগ্রস্থ হয়েও ইডির চোখ এড়িয়ে লন্ডনের প্রাসাদে গিয়ে বসে আছেন৷ ছেলে দিব্য সিনেমা থেকে নেট দুনিয়ায় নিজের নাম মাহাত্ম্য বজায় রাখছেন৷ নিন্দুকরা যাই বলুক, যেনতেন প্রকারেণ শিরোনামে নিজেদের আধিপত্য বজায় রেখে চলেছেন সিদ্ধার্থ মালিয়া৷ The post সিদ্ধার্থের নগ্ন ছবিতে সমালোচনায় মুখর টুইট দুনিয়া appeared first on Sangbad Pratidin.
Posted: 01:58 AM May 19, 2016Updated: 08:28 PM May 18, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে বাপ কা ব্যাটা! বাবা ঋণগ্রস্থ হয়েও ইডির চোখ এড়িয়ে লন্ডনের প্রাসাদে গিয়ে বসে আছেন৷ ছেলে দিব্য সিনেমা থেকে নেট দুনিয়ায় নিজের নাম মাহাত্ম্য বজায় রাখছেন৷ নিন্দুকরা যাই বলুক, যেনতেন প্রকারেণ শিরোনামে নিজেদের আধিপত্য বজায় রেখে চলেছেন সিদ্ধার্থ মালিয়া৷

Advertisement

ক’দিন আগেই খবর মিলেছিল বাংলার পরিচালক ‘কিউ’-এর ‘ব্রাহ্মণ নমন’ ছবি দিয়ে সেলুলয়েডে পা রাখতে চলেছেন মালিয়াপুত্র৷ আর এবারে টুইটারে পোস্ট করলেন নিজের উন্মুক্ত পশ্চাৎদেশ৷ নিচে নিন্দুকদের জন্য লেখা বিশেষ বার্তা৷

সিদ্ধার্থের এই টুইটে প্রতিক্রিয়ার ঝড় উঠেছে নেট দুনিয়ায়৷ সমালোচনার মুখে পড়ে ছবিটিকে ফেক বলে দাবি করেছেন সিদ্ধার্থের মুখপাত্র৷ ছবিটি বিকৃত করা হয়েছে বলেও দাবি তাঁর৷ নিন্দুকদের দাবি, বিপাকে পড়েই বিকৃতির বাহানা দিচ্ছেন মালিয়া পুত্র৷

The post সিদ্ধার্থের নগ্ন ছবিতে সমালোচনায় মুখর টুইট দুনিয়া appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement