সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৮ ফেব্রুয়ারি কলকাতার শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করেছিলেন। তার এতদিন বাদে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করলেন অরিজিৎ সিং (Arijit Singh)। আর লিখলেন ‘আই অ্যাম সরি’। ছোট্ট এই শব্দেই কি অনুষ্ঠানের অব্যবস্থার কথা বুঝিয়ে দিলেন জনপ্রিয় শিল্পী, উঠছে এমন প্রশ্ন।
যে জাদু অ্যাকোয়াটিকায় অরিজিৎ ছড়িয়েছেন তার রেশ এখনও সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতেই শোয়ের একাধিক ছবি শেয়ার করেছেন অরিজিৎ। আর ক্যাপশনে কলকাতাবাসীকে উদ্দেশ্য করে লিখেছেন, “আই অ্যাম সরি যে আপনাদের মঞ্চ থেকে এক কিলোমিটার দূরে গাড়ি রেখে হেঁটে আসতে হয়েছে (ভিড়ের সামলানোর জন্য টোটো, রিকশাও ছিল না)। আই অ্যাম সরি যে এই অস্বাস্থ্যকর পরিবেশে মশার কামড় সহ্য করে আপনাদের থাকতে হয়েছে। আই অ্যাম সরি যে স্বেচ্ছাসেবকরা অনেকের সঙ্গে দুর্ব্যবহার করেছেন, যেন ওনাদের এমনটা করার অধিকার রয়েছে। আই অ্যাম সরি যে আপনারা অনেকে সময়ে ভিতরে ঢুকতে পারেননি কারণ কেউ হাতের ব্যান্ডগুলো পরিয়ে দিতে সাহায্য করার প্রয়োজন বোধ করেনি (যদিও এটা অনেকের কাছে নতুন ছিল)। সরি যে আপনাকে এই কাজগুলো নিজে থেকে করতে হয়েছে। এত কিছু সত্ত্বেও আপনারা আমাকে ভালবাসা দিয়েছেন। আমি কৃতজ্ঞ। আমার হৃদয়জোড়া ভালবাসা।”
[আরও পড়ুন: লজ্জা! সোনুর উপর হামলায় বেজায় ক্ষিপ্ত শান, অভিযুক্ত বিধায়কের ছেলে!]
পরেরবার এর চেয়েও ভাল অভিজ্ঞতা শ্রোতা ও দর্শকদের উপহার দেবেন বলেও আশ্বাস দেন অরিজিৎ। সব শেষে সংগীতশিল্পী লেখেন, “ভাল থেকো।” উল্লেখ্য, প্রথমে ইকো পার্কে হওয়ার কথা ছিল অরিজিতের অনুষ্ঠান। কিন্তু সেখানকার পরিবেশের ক্ষতি হবে বলে তা বাতিল করা হয়। কিন্তু ততদিনে চড়া দামে শোয়ের অনেক টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। শেষে অ্যাকোয়াটিকাকে অনুষ্ঠানের স্থান হিসেবে নির্বাচন করা হয়।
মাথায় গেরুয়া পাগড়ি, বুকে জাতীয় পতাকাকে লোগোর মতো করে লাগিয়ে কাঁটায় কাঁটায় সাড়ে ছ’টায় তিনি দৈত্যাকার মঞ্চে আবির্ভূত হন অরিজিৎ। মঞ্চে উঠতেই শুরু হয়ে যায় চিল চিৎকার। একের পর এক গান করছিলেন জিয়াগঞ্জের ছেলে। যার বেশিরভাগই ছিল বাংলা গান। ভূমি, ক্যাকটাস, ফসিলসের মতো বাংলার ঐতিহ্যবাহী ব্যান্ডগুলিকে শ্রদ্ধাও জানান অরিজিৎ।