shono
Advertisement

একসঙ্গে গর্ভবতী হাসপাতালের ১৬ জন নার্স, কিন্তু কীভাবে?

বোঝো কাণ্ড! The post একসঙ্গে গর্ভবতী হাসপাতালের ১৬ জন নার্স, কিন্তু কীভাবে? appeared first on Sangbad Pratidin.
Posted: 07:42 PM Aug 19, 2018Updated: 08:12 PM Aug 19, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কতই রঙ্গ দেখি দুনিয়ায়! না কোনও রঙ্গ নয়, এ জীবনের নিয়ম। বিবাহিত জীবনে সন্তান আসাটাই স্বাভাবিক। কিন্তু এই হাসপাতালের কাণ্ড শুনলে চোখ কপালে উঠবে আমারও। একজন নন, ২ জন নন, হাসপাতালের ১৬ জন নার্স একই সঙ্গে সন্তানসম্ভবা হয়ে গেলেন। তাদের প্রত্যকেরই সন্তান জন্ম দেওয়ার সাম্ভাব্য সময় অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে। ঘটনাটি অবশ্য এদেশের নয়, মার্কিন মুলুকের অ্যারিজোনার একটি হাসপাতালে। ১৬ জন নার্সের একসঙ্গে সন্তানসম্ভবা হয়ে পড়ার এই ঘটনা এখন নেটদুনিয়ার রসিকতার রসদ হয়ে উঠছে।

Advertisement

[অশরীরীর সঙ্গে বাস করছেন সরকারি আমলা! নেটদুনিয়ায় ভাইরাল ভিডিও]

কিন্তু এতজন নার্সের একসঙ্গে গর্ভবতী হয়ে যাওয়ার এই ঘটনা কী নেহাতই কাকতালীয় নাকি এর পিছনে রয়েছে কোনও গভীর রহস্য? নার্সদের একজনের দাবি, কিছুদিন আগে এই ১৬ জনই নাকি একসঙ্গে এক জায়গায় বেড়াতে গিয়েছিলেন। সেখানে ১৬ জনই আশ্রয় নিয়েছিলেন এক হোটেলে। বেড়িয়ে আসার পরই সবাই একসঙ্গে গর্ভবতী হয়ে পড়েন। নার্সদের দাবি, ওই হোটেলের জলেই রয়েছে জাদু। জল খেয়েই নাকি তাদের কোলে সন্তান আসার সম্ভাবনা তৈরি হয়েছে। ওই ১৬ জন ছাড়াও আরও কিছু নার্স একসঙ্গে ঘুরতে গিয়েছিলেন, তাদের মধ্যে কেউ অন্তঃসত্ত্বা কিনা তা অবশ্য এখনও জানা যায়নি। তবে, সত্যিই যদি জলেই এই জাদু থাকে তাহলে সেই হোটেলের জল কিন্তু গবেষণার দাবি রাখে। যদিও, জলে জুজু থাকার এই তত্ত্ব খুব একটা বিশ্বাসযোগ্য নয়। অনেকে বলছেন, এটা একটা সুপরিকল্পিত ঘটনা। ওই হাসপাতালটি প্রচারের আলোয় আসার জন্য পরিকল্পনা করে নার্সদের দিয়ে এসব করিয়েছে।

[প্রেমিকার রাগ ভাঙাতে রাস্তা জুড়ে ‘আই অ্যাম সরি’ হোর্ডিং, তারপর কী হল যুবকের?]

কারণ যাই হোক, ১৬ জন নার্সের একসঙ্গে গর্ভবতী হয়ে পড়াটা নেটদুনিয়া বিস্তর উপভোগ করছে। হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য পড়েছে ফাপরে। আসলে যে ১৬ জন গর্ভবতী হয়েছেন সকলেই ইনটেনসিভ কেয়ার ইউনিটের দক্ষ সেবিকা। এই ১৬ জনকে একসঙ্গে ছুটি দিতে হলে হাসপাতালের কাজ চালাতে সত্যিই সমস্যায় পড়তে হবে কর্তৃপক্ষকে।

The post একসঙ্গে গর্ভবতী হাসপাতালের ১৬ জন নার্স, কিন্তু কীভাবে? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার