shono
Advertisement

Breaking News

বরফে মোড়া পথঘাট, এবার ‘স্নো কার্নিভ্যালের’ প্রতীক্ষা উপত্যকায়

আপনারাও দেখুন তুষারাবৃত কাশ্মীরের সেই ছবি৷ The post বরফে মোড়া পথঘাট, এবার ‘স্নো কার্নিভ্যালের’ প্রতীক্ষা উপত্যকায় appeared first on Sangbad Pratidin.
Posted: 11:19 PM Jan 04, 2017Updated: 05:49 PM Jan 04, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের শুরুতেই বহু প্রতীক্ষিত তুষারপাত৷ আর তার হাত ধরেই চেনা ছন্দে ফিরল গুলমার্গ-সহ উত্তর কাশ্মীর৷ পাঁচমাসব্যাপী তুষারপাতের ‘খরা’ শেষে তাই খু্শির আমেজ ভূস্বর্গের উত্তরাংশে৷ আগামী কয়েকদিন তুষারপাত চলতে থাকলে পর্যটকরা ‘স্নো কার্নিভ্যাল’ উপহার পেতে পারেন বলে জানিয়েছে কাশ্মীর পর্যটন বিভাগ৷

Advertisement

প্রতি বছরই কাশ্মীর পর্যটন বিভাগ এই কার্নিভ্যালের আয়োজন করে থাকে৷ প্রথা মেনে এবছরও, জানুয়ারির প্রথম সপ্তাহে ‘স্নো কার্নিভ্যাল’ হওয়ার কথা ছিল৷ কিন্তু গত বছর জুলাইয়ে নিহত হয় হিজবুল কমান্ডার বুরহান ওয়ানি৷ তার পর থেকেই ভূস্বর্গজুড়ে রাজনৈতিক অস্থিরতা জারি থাকে৷ গোদের উপর বিষফোঁড়ার মতো জুড়েছে পর্যাপ্ত ঠাণ্ডার অভাব৷ ফলে টানা পাঁচ মাস দেখা মেলেনি তুষারপাতের৷ বিগত চার দশকে এই প্রথম দীর্ঘদিনের জন্য বরফহীন হয়ে পড়ে ভূস্বর্গ৷ কমেছে পর্যটক সংখ্যাও৷ সব মিলিয়ে পুরো পরিস্থিতিই বাদ সেধেছে ‘স্নো কার্নিভ্যাল’-এ৷

তবে মঙ্গলবার থেকে পরিস্থিতি বদলেছে৷ মঙ্গল ও বুধবার দুদিনই বরফের চাদরে ঢেকে গিয়েছে গুলমার্গ৷ তুষারপাত হয়েছে খিলানমার্গ, কোংডুরি, আপিরওয়াথ, কুপওয়ারা, বন্দিপুরা, বারামুল্লা, অনন্তনাগ, সোপিয়ান, পুলওয়ামা, কুলগামে সহ বিভিন্ন অঞ্চলে৷

আবহাওয়া দফতরের দাবি, আগামী ৪৮ ঘণ্টা তুষারপাত জারি থাকবে৷ পর্যটননির্ভর গুলমার্গবাসীর কাছে এখবর যেন ‘দৈব আশীর্বাদ’-এর মতোই৷ আশার আলো দেখছে পর্যটন বিভাগও৷ বিভাগের ডেপুটি ডিরেক্টর পিরজাদা জাহুরও আশাবাদী৷ তিনি জানান, পরবর্তী দু’দিন যদি সত্যিই এই হারে বরফ পড়ে তাহলে স্নো কার্নিভ্যাল আয়োজন করতে সুবিধা হবে৷ সব ঠিক থাকলে আগামী ২১ জানুয়ারি থেকেই শুরু হবে এই কার্নিভ্যাল৷ চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত৷ বিবিধ চমকপ্রদ খেলার আয়োজন করা হবে তাতে৷ থাকবে আইস হকি, স্নো বোর্ডিং, স্নো স্লেজিং, স্নো বল ফাইট কমপিটিশন৷ রাস্তা পাঁচ ফুট বা তার অধিক পুরু বরফে ঢাকলে আয়োজন করা হবে স্নো স্কিয়িং-এরও৷ রাখা হবে বরফের মধ্যে অঙ্কন প্রতিযোগিতার মতো ইভেণ্ট৷ কাশ্মীর পর্যটন বিভাগ একটি নৈশ বাজারের আয়োজন করবে বলেও জানিয়েছে৷

The post বরফে মোড়া পথঘাট, এবার ‘স্নো কার্নিভ্যালের’ প্রতীক্ষা উপত্যকায় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement