shono
Advertisement

Breaking News

Sohini-Shovan Wedding

সোহিনী-শোভনের বিয়ের সুন্দর মুহূর্ত সৌরভ-দর্শনার সঙ্গে, টলিউডের আর কারা গিয়েছিলেন?

সোহিনী-শোভনের বিয়ের ছবি আরও এক অভিনেত্রী শেয়ার করেছেন।
Published By: Suparna MajumderPosted: 09:09 AM Jul 16, 2024Updated: 12:08 PM Jul 16, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: "শোভনকে স্বামী হিসেবে গ্রহণ করলাম", রেজিস্ট্রি পেপারে সই করে একথাই বললেন সোহিনী। উল্লাসে চিৎকার করে উঠলেন বন্ধুরা। কলকাতা থেকে অল্প দূরেই সেজে উঠেছিল বিয়ের আসর। কাছের মানুষদের নিয়ে ছিমছামভাবেই বিয়ে সারেন সোহিনী-শোভন (Sohini-Shovan Wedding)। সুন্দর এই মুহূর্তের সাক্ষী ছিলেন সৌরভ দাস ও দর্শনা বণিক। টলিউডের আরও কয়েকজন গিয়েছিলেন বিয়েতে।

Advertisement

ছবি: ফেসবুক

এদিন বিয়েবাড়ির সাজে বিশেষ আড়ম্বর ছিল না। গামছা, বেড়া আর কুলো দিয়ে সাজানো হয়েছিল বিবাহবাসর। মেরুণ রঙের বেনারসি পরেন সোহিনী। আর শোভনের পরনে ছিল ম্যাচিং ধুতি-পাঞ্জাবি। দর্শনা পরেছিলেন হলুদ শাড়ি। সৌরভ সাজেন সবুজ পাঞ্জাবি ও ধুতিতে। ছিলেন সোহিনীর কাছের বন্ধু ইন্দ্রাশিস রায়। তারই পাশে দেখা যায় প্রান্তিক বন্দ্যোপাধ্যায়কে। সোহিনীর পাশে বসেছিলেন অঙ্কিতা চক্রবর্তী।

[আরও পড়ুন: মুখে মিষ্টির মজা! নিয়ন সবুজ বিকিনিতে চরম সুখ মালাইকার]

আরও একজন গিয়েছিলেন সোহিনী (Sohini Sarkar) ও শোভনের (Shovan Ganguly) বিয়েতে। তিনি ঊষসী চক্রবর্তী। নবদম্পতির সঙ্গে ছবি শেয়ার করে ফেসবুকে অভিনেত্রী লেখেন, "মনে রাখার মতো সন্ধ্যা আর না ভোলার মতো স্মৃতি।"

"দেখা হওয়ার এক বছরে, একই সাথে একই ঘরে", বিয়ের পোস্টে এমনটাই লিখেছেন সোহিনী সরকার। এই পোস্টে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ইশা সাহা, রোশনি ভট্টাচার্য, শ্রীতমা ভট্টাচার্য, মিমি চক্রবর্তী, সাহানা বাজপেয়ী, রুকমা রায়, অঙ্গনা রায়, ঋদ্ধিমা ঘোষ।

গত বর্ষায় প্রথম আলাপ হয়েছিল অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar) এবং গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের (Shovan Ganguly)। যিশু সেনগুপ্তর তত্ত্বাবধানে এক রবীন্দ্রসন্ধ্যা উদযাপনের অজুহাতে। বছর ঘুরে বৃষ্টি নামতেই হল শুভ পরিণয়। বিয়ের আগের দিন বন্ধুবান্ধবদের সঙ্গে পুল পার্টিও নাকি হয়েছিল। শোভন আর সোহিনী দুজনই বাঙালি খাবার খুব পছন্দ করেন। তাই বিয়ের মেনুতে নাকি বাঙালি পদকেই প্রাধান্য দেওয়া হয়েছে। সূত্রের খবর মানলে, বিয়ের পরের দিন বউভাতও ঘরোয়াভাবেই সারবেন অভিনেত্রী-গায়ক। জমজমাট রিসেপশনের আয়োজনও হবে। তবে তা হবে শীতকালে। মনে করা হচ্ছে, সেই অনুষ্ঠানে টলিউডের আরও অনেক তারকাদের উপস্থিতি থাকবে।

[আরও পড়ুন: পার্লারের ফেশিয়াল করা কি ভালো? গুরুত্বপূর্ণ তথ্য জানালেন বিশেষজ্ঞ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গামছা, বেড়া আর কুলো দিয়ে সাজানো হয়েছিল বিবাহবাসর।
  • মেরুণ রঙের বেনারসি পরেন সোহিনী। আর শোভনের পরনে ছিল ম্যাচিং ধুতি-পাঞ্জাবি।
  • এদিন দর্শনা পরেছিলেন হলুদ শাড়ি। সৌরভ সাজেন সবুজ পাঞ্জাবি ও ধুতিতে।
Advertisement