সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উপত্যকায় ফের সেনা-জঙ্গি গুলির লড়াই৷ উত্তপ্ত জম্মু-কাশ্মীরের সোপিয়ান৷ এই ঘটনায় এখনও পর্যন্ত শহিদ হয়েছেন ভারতীয় সেনার এক জওয়ান৷ নিকেশ করা হয়েছে ৪ জঙ্গিকেও৷ এলাকায় এখনও জারি তল্লাশি অভিযান৷
[সেনার সর্ববৃহৎ অস্ত্র ভাণ্ডারে বিস্ফোরণ, নিহত ৬]
শ্রীনগর থেকে ৬০ কিলোমিটার দূরে সোপিয়ানের নদীগ্রামে জঙ্গিরা ঘাঁটি গেড়ে রয়েছে বলে খবর পায় ভারতীয় সেনা৷ গোপন সূত্রের খবরের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে ওই এলাকায় হানা দেন সেনা জওয়ানরা৷ ওই এলাকায় সেনা পৌঁছাতেই শুরু হয় হামলা৷ সেনা জওয়ানদের লক্ষ্য করে চলে গুলিবর্ষণ৷ জঙ্গিদের পালটা জবাব দেয় ভারতীয় সেনা৷ তাদের দিকে গুলি ছুঁড়তে শুরু করেন জওয়ানরা৷ তাতেই একে একে ৪ জঙ্গি নিকেশ হয়৷ খতম হওয়া ওই জঙ্গিরা কোন সংগঠনের তা এখনও জানা যায়নি৷ তাদের কাছ থেকে প্রচুর পরিমাণ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে ভারতীয় সেনা৷
এছাড়াও জঙ্গিদের আক্রমণে ভারতীয় সেনার এক জওয়ান গুরুতর জখম হন৷ গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে৷ কিছুক্ষণ চিকিৎসার পর মারাও যান ওই জওয়ান৷ মঙ্গলবার সকালে সোপিয়ানের এনকাউন্টারে বেশ কয়েকজন জওয়ান জখম হয়েছেন৷ তাঁরা প্রত্যেকেই ভরতি রয়েছেন হাসপাতালে৷
[উপত্যকায় ভারতীয় সেনার সাফল্য, এনকাউন্টারে খতম ২ জঙ্গি]
এর আগে, রবিবার সকালে উপত্যকায় বড়সড় সাফল্য মেলে ভারতীয় সেনার৷ শনিবার রাতে সেনার কাছে খবর আসে শ্রীনগর থেকে প্রায় ৫২ কিলোমিটার দূরে সোপিয়ানের জেইনপোরার রেবোন এলাকায় জঙ্গিরা ঘাঁটি গেড়েছে৷ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ওই এলাকায় হানা দেয় সেনা৷ সঙ্গে ছিলেন সিআরপিএফ আধিকারিকরাও৷ শুরু হয় তল্লাশি অভিযান৷ রাতভর গুলির লড়াইয়ে দুই জঙ্গিকে নিকেশ করে সেনা৷ খতম ওই জঙ্গিরা আল-বদর সংগঠনের সদস্য বলেই জানা গিয়েছে৷ এই ঘটনার পর দু’দিন কাটতে না কাটতেই আবারও এনকাউন্টারের ঘটনায় থমথমে সোপিয়ানের নদীগ্রাম৷ ওই এলাকায় এখনও জঙ্গিদের খোঁজে জারি রয়েছে তল্লাশি অভিযান৷ জারি কড়া সতর্কতা৷ ইন্টারনেট পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে৷
The post উপত্যকায় সেনার গুলিতে নিকেশ ৪ জঙ্গি, শহিদ জওয়ান appeared first on Sangbad Pratidin.