সম্যক খান, মেদিনীপুর: করোনা মোকাবিলায় শুরু হয়েছে টিকাকরণ কর্মসূচি। বর্তমানে ন্যূনতম ১৮ বছর বয়সিরাও নিতে পারেন টিকা। কিন্তু বাদ সাধছে টিকার জোগানে। অর্থাৎ চাহিদামতো জোগান না থাকায় বাধ্য হয়েই বহু জায়গাতেই মিলছে না করোনা টিকার প্রথম ডোজ। রাজ্যজুড়ে টিকার আকালে যখন ত্রাহি ত্রাহি রব উঠেছে তখন শালবনি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ঘটল অদ্ভুত কাণ্ড। হাসপাতালের রেফ্রিজারেটর থেকে উধাও কোভ্যাকসিনের ১৬টি ভায়াল।
রেফ্রিজারেটরের সাধারণ তাপমাত্রাতেই কোভ্যাকসিন রাখা যায়। শালবনী সুপার স্পেশ্যালিটি হাসপাতালেও তার অন্যথা হয়নি। তবে সেখান থেকে টিকার ভায়াল বের করতে গিয়েই চমকে যান হাসপাতালেরই এক কর্মী। তিনি দেখেন ফ্রিজ থেকে উধাও হয়ে গিয়েছে ১৬টি ভায়াল। সাধারণত একটি ভায়াল থেকে ১০জনকে টিকা দেওয়া হয়। সেক্ষেত্রে ১৬টি ভায়াল থেকে মোট ১৬০ ডোজ হয়। তাই বিপুল সংখ্যক টিকার ভায়াল উধাও হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই মাথায় হাত হাসপাতাল কর্তৃপক্ষের।
[আরও পড়ুন: আগামী সপ্তাহে রাজ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘যশ’, মোকাবিলায় প্রস্তুত রেল]
এ বিষয়ে পুলিশকে অভিযোগ জানানো হয়েছে। বুধবার হাসপাতালে টিকা সংরক্ষণের জায়গা সরেজমিনে পরিদর্শন করেন তদন্তকারী আধিকারিকরা। রেফ্রিজারেটরের আশেপাশের জায়গায় সিসিটিভি নেই তার ফলে কে বা কারা এই কাজ করল তা খুব সহজেই জানা কার্যত অসম্ভব। তবে ভায়াল উধাওয়ের রহস্যভেদ করতে হাসপাতালের কর্মীদের সঙ্গে কথা বলছে পুলিশ। যদিও ব্লক স্বাস্থ্য আধিকারিক নবকুমার দাস এই বিষয়টিকে চুরি বলে মানতে নারাজ।