shono
Advertisement

‘কে বলল সবুজ পিচে অফ স্পিনার খেলানো যায় না?’, অশ্বিনকে না নেওয়ায় সৌরভের খোঁচা রোহিত-দ্রাবিড়কে

অশ্বিনকে বাদ দেওয়া বড় ভুল বলে মনে করেন সৌরভ।
Posted: 01:05 PM Jun 09, 2023Updated: 01:05 PM Jun 09, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কে বলল সবুজ পিচে অফ স্পিনারকে খেলানো যায় না? ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এই প্রশ্ন তুললেন। তাঁর বক্তব্য খুব স্পষ্ট। কার কথা বলছেন তাও বেশ পরিষ্কার। রবিচন্দ্রন অশ্বিনকে (Ravichandran Ashwin) না খেলিয়ে বিরাট ভুল করেছে ভারত। সৌরভ সেই ইঙ্গিতই করলেন। 

Advertisement

সৌরভ কটাক্ষ করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড়কে। অশ্বিনকে প্রথম একাদশে না রাখায় প্রাক্তনরা সমালোচনা করেছেন ভারত অধিনায়ক, টিম ম্যানেজমেন্টকে। নাথান লিয়নের বলে রবীন্দ্র জাদেজা ফেরার পর সৌরভকে বলতে শোনা গিয়েছে, ”কে বলল সবুজ পিচে অফ স্পিনারকে খেলানো যায় না? বাঁ হাতি ব্যাটার রবীন্দ্র জাদেজার বিপক্ষে নাথান লিয়ন কীরকম বল করল দেখুন। টেস্ট ক্রিকেটে ওর চারশোর বেশি উইকেট আছে। এই মুহূর্তে ভারতের সেরা ব্যাটসম্যানকেই ফেরাল ও। বলটা যেমন টার্ন করেছে তেমনই বাউন্স ছিল।”

[আরও পড়ুন: ‘ওই বলটায় যে কেউ আউট হত’, বিরাটের উইকেট নিয়ে বলছেন গুরু রাজকুমার শর্মা]

 

অস্ট্রেলিয়ার রান তাড়া করতে নেমে দ্রুত উইকেট হারায় ভারত। সেই সময়ে ভারতকে টেনে তোলার কাজ করেন অজিঙ্কে রাহানে এবং রবীন্দ্র জাদেজা। জাদেজা ৪৮ রানে ফেরেন লিয়নের বলে। সেই সময়ে সৌরভ অজি অফ স্পিনার লিয়নের প্রসঙ্গ উত্থাপ্পন করেন। আসলে অশ্বিনের কথাই বললেন সৌরভ।

এর আগে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপে চার জন বাঁ হাতি ব্যাটসম্যান থাকলেও রবি অশ্বিনকে না খেলানো প্রসঙ্গে সৌরভকে বলতে শোনা গিয়েছিল, ”আর অশ্বিনের মতো একজন ম্যাচ উইনারকে দলে না রেখে ভারত ভুল করেছে। অশ্বিনকে খেলালে ভালই হত, কারণ অন্য দিক থেকে জাদেজা সাপোর্ট পাচ্ছে না। জাদেজা একদিক থেকে চাপ তৈরি করে রাখছে ঠিকই কিন্তু অ্য প্রান্ত থেকে কেউ রানের গতি আটকে রাখতে পারছে না।”
রবীন্দ্র জাদেজাকে ঠিক সময়ে ফেরানোর জন্য নাথান লিয়নের প্রশংসা করেন সৌরভ।

[আরও পড়ুন: ‘গিলকে আরও শিখতে হবে, হতাশ করেছে পূজারা’, দুই তারকার আউট হওয়ার ধরনে ক্ষুব্ধ শাস্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement