সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি আইপিএলে (IPL 2024) একেবারেই চেনা ছন্দে নেই রোহিত শর্মা (Rohit Sharma)। অথচ কদিন পরেই শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ( T20 World Cup)। হিটম্যানের ফর্ম নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগে ভক্তরা। কিন্তু তাঁদের আশ্বস্ত করতে পারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বক্তব্য। প্রাক্তন ভারত অধিনায়ক আত্মবিশ্বাসী, রোহিত ভালো খেলবেন বিশ্বকাপে।
চলতি মরশুম ভালো যায়নি মুম্বই ইন্ডিয়ান্সের। প্রথম দল হিসেবে ছিটকে গিয়েছে প্লে অফের লড়াই থেকে। রান নেই রোহিত শর্মার ব্যাটেও। গত ছয় ম্যাচে তাঁর রান যথাক্রমে ১৯, ৪, ১১, ৪, ৪, ৮, ৬। মোট ৫২। ১৩ ম্যাচে রান ৩৪৯। অথচ এই আইপিএলেই চেন্নাইয়ের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছেন হিটম্যান। মুম্বইয়ের ধারাবাহিক ব্যর্থতার মধ্যেও ওপেনিংয়ে ভরসা জুগিয়েছিলেন তিনি। কিন্তু তার পরেই রানের গতি নিচের দিকে।
[আরও পড়ুন: হার্দিক নামলেই বেরিয়ে যান রোহিত-সূর্যরা, প্রকাশ্যে মুম্বই শিবিরের ফাটল]
এদিকে ভারতীয় সময় ২ জুন থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। রোহিতের কাঁধেই রয়েছে অধিনায়কত্বের দায়িত্ব। যদিও তাঁর ফর্ম নিয়ে একেবারেই দুশ্চিন্তায় নেই সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, "ভারতের দল খুবই শক্তিশালী। রোহিত বিশ্বকাপে ভালো খেলবে। বড় টুর্নামেন্টে ও সবসময়ই ভালো খেলে। বড় মঞ্চে ওকে নিয়ে চিন্তার কিছু নেই।"
[আরও পড়ুন: নাইট শিবির ছেড়ে দেশের পথে সল্ট! সোশাল মিডিয়ার ছবিতে ‘মিস ইউ’ বার্তা সতীর্থদের]
কদিন আগেই সৌরভ জানিয়েছিলেন, বিরাটকে জাতীয় দলের ওপেনার হিসেবে দেখতে চান। সেক্ষেত্রে রোহিত শর্মার সঙ্গে মাঠে নামতে দেখা যাবে তাঁকে। চলতি আইপিএলে দারুণ ফর্মে আছেন বিরাট। ১৩ ম্যাচে রানসংখ্যা ৬৬১। অরেঞ্জ ক্যাপের তালিকায় প্রথম স্থানে রয়েছেন তিনি। বিশ্বকাপে রোহিত-বিরাটের জুটি আগুন ছড়াবে বলেই বিশ্বাস ভক্তদের।