সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহু প্রত্যাবর্তনের উদাহরণ রয়েছে, কিন্তু দীর্ঘ সময় পরে ফিরে এসে এত ভাল খেলার নজির নেই বললেই চলে।
অজিঙ্কে রাহানের (Ajinkay Rahane) দুরন্ত ইনিংস দেখার পরে এমনই প্রতিক্রিয়া ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)।
[আরও পড়ুন: ‘কোচ হিসেবে দ্রাবিড় জিরো’, রোহিতদের হেডস্যরকে বিঁধলেন প্রাক্তন পাক ক্রিকেটার]
১৮ মাস পরে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটেছে রাহানের। গত বছরের ফেব্রুয়ারিতে শেষ বার জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি। আইপিএলে এবং ঘরোয়া টুর্নামেন্টে ভাল খেলার সুবাদে জাতীয় দলের দরজা খুলে যায় তাঁর সামনে। আর সেই সুযোগটাই কাজে লাগান রাহানে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার রান তাড়া করতে নেমে ভারতের টপ অর্ডার যখন অসহায় আত্মসমর্পণ করেছে ঠিক তখনই রুখে দাঁড়ান রাহানে। ৮৯ রানে ফেরেন তিনি। মূলত তাঁর জন্যই ভারত এখনও বেঁচে রয়েছে মেগা টেস্ট ফাইনালে।
রাহানের ব্যাটিং দেখে মুগ্ধ সৌরভও। একসময়ে তিনিও ছিলেন প্রত্যাবর্তনের সম্রাট। প্রাক্তন ভারত অধিনায়ক বলছেন, ”১৮ মাস পর দারুণ একটা ইনিংস। টেস্ট ক্রিকেট থেকে দীর্ঘসময় সরে ছিল রাহানে। অনেকেই ধরে নিয়েছিলেন ও আর ফিরতে পারবে না। নিজেও হয়তো তাই ভেবে নিয়েছিল। ভারতীয় ক্রিকেটে ব্যাটসম্যান হিসেবে ফিরে এসে ছাপ রাখা খুবই কঠিন। এটা দুর্দান্ত একটা নজির। অতীতে বহু কামব্যাক দেখা গিয়েছে কিন্তু দীর্ঘদিন বাদে ফিরে এসে সফল হওয়ার নজির খুব একটা নেই।”
ওভালে রাহানেকে বিভিন্ন সময়ে সহযোগিতা করেছেন রবীন্দ্র জাদেজা এবং শার্দূল ঠাকুর। উচ্ছ্বসিত সৌরভ বলছেন, ”হি ওয়াজ ম্যাগনিফিসিয়েন্ট। অন্য প্রান্ত থেকে উইকেট পড়ে গেলেও লড়াই থেকে সরে যায়নি রাহানে। লাঞ্চ পর্যন্ত রাহানে যা করেছে, তার জন্য ওর নিজেরই গর্বিত হওয়া উচিত।”
সৌরভের মতে, রাহানে উদাহরণ তৈরি করেছেন। মহারাজ বলছেন, ”ড্রেসিং রুমকে অনেক কিছু দেখিয়ে দিয়ে গেল রাহানে। যদি নিজেকে প্রয়োগ করা যায়, যদি ভাগ্য সহায় থাকে, তাহলে এই পিচেও ব্যাট করা সম্ভব। রাহানে কৃতিত্ব দাবি করতেই পারে। শার্দূল ঠাকুরের ব্যাটিংও প্রশংসনীয়। ভারতের হয়ে ভাল খেলেছে শার্দূলও।”