সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট টিমের (Indian Cricket Team) সহ অধিনায়কত্বের দায়িত্ব কী করে অজিঙ্ক রাহানের হাতে তুলে দেওয়া হল, বুঝতে পারছেন না তিনি। তাঁর মতে, জাতীয় টিম নির্বাচন নীতিতে একটা ধারাবাহিকতা থাকা উচিত। বক্তার নাম-সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
আঠারো মাস পর ভারতীয় টেস্ট টিমে ফিরে ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে নেমেছিলেন রাহানে (Ajinkya Rahane)। এবং ওভাল ফাইনালে যতটুকু যা প্রতিরোধ ভারত করেছিল, রাহানের ব্যাটের মাধ্যমে করেছিল। পরবর্তী সময়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের টিম ঘোষণা হয়। সেখানে রাহানের থাকা প্রত্যাশিতই ছিল। অপ্রত্যাশিত হল, তাঁর ফের সহ-অধিনায়ক হয়ে যাওয়া!যে সিদ্ধান্তে বেশ বিস্মিত সৌরভ। প্রাক্তন ভারত অধিনায়ককে জিজ্ঞাসা করা হয় যে, শুভমান গিলের মতো কাউকে টেস্টে সহ অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া উচিত ছিল কি না?
[আরও পড়ুন: সংসদের বাদল অধিবেশনেই পেশ হতে পারে অভিন্ন দেওয়ানি বিধি বিল! দাবি সূত্রের]
জবাবে বৃহস্পতিবার সৌরভ বলেন, ‘‘আমার তো তাই মনে হয়।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘আমি বলব না যে, এই সিদ্ধান্তের অর্থ আদতে পিছনের দিকে হাঁটা। কিন্তু রাহানেকে সহ অধিনায়ক করার নেপথ্যে ভাবনাচিন্তাটা কী ছিল, বুঝতে পারছি না। টিমের বাইরে ও ছিল আঠারো মাস। তার পর একটা টেস্ট খেলে সোজা টিমের সহ অধিনায়ক। রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ছিল টিমে। যে কি না লম্বা সময় ধরে খেলছে। টেস্ট টিমে সহ অধিনায়কত্ব পাওয়ার যে অবশ্যই বড় দাবিদার। তাই আঠারো মাস পর টিমে ফিরে সোজা সহ অধিনায়ক হয়ে যাওয়ার ব্যাপারটা আমি বুঝতে পারছি না। নির্বাচনে একটা ধারাবাহিকতা তো থাকবে।’’
একই সঙ্গে সরফরাজ খান ও অভিমন্যু ঈশ্বরণের মতো ক্রিকেটারদের টেস্ট স্কোয়াডে না দেখতে পেরে বিস্মিত সৌরভ। বলে দিচ্ছেন, ‘‘সরফরাজ গত তিন বছর ধরে ও যা রান করেছে, তার পর ওর একটা সুযোগ পাওয়া উচিত। অভিমন্যু ঈশ্বরণকে নিয়েও আমি একই কথা বলব।’’