shono
Advertisement

চাঁদের মাটিতে বিক্রমের ছবি তুলল দক্ষিণ কোরিয়ার অরবিটার

চন্দ্রপৃষ্ঠে ঘুমিয়ে রয়েছে বিক্রম ও প্রজ্ঞান।
Posted: 12:47 PM Sep 13, 2023Updated: 12:48 PM Sep 13, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাঁদের দক্ষিণ মেরুতে ‘ঘুমিয়ে’ রয়েছে ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান। তবুও এখনও চর্চায় চন্দ্রযান ৩ (Chandrayaan 3)। দক্ষিণ কোরিয়ার (South Korea) অরবিটারের তোলা বিক্রমের ছবি এল প্রকাশ্যে। যদিও ছবিটি ২৭ আগস্ট তোলা। তবে এবারই কোরিয়ার বিজ্ঞান মন্ত্রক তা প্রকাশ করেছে।

Advertisement

২৩ আগস্ট চাঁদের মাটিতে পা রেখেছিল চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রম। চাঁদের রহস্যময় দক্ষিণ মেরুতে নেমেছিল সে। যা ভারতের মহাকাশ গবেষণায় যুগান্তকারী সাফল্য। এর পর সে নির্বিঘ্নে কাজও করেছে প্রজ্ঞানের সঙ্গে জোট বেঁধে। পাঠিয়েছে বহু অজানা তথ্য। নির্দিষ্ট সময়ের পর চাঁদের মাটিতে নিদ্রা গিয়েছে ল্যান্ডার, রোভার দুটিই। চাঁদের মাটিতে বিক্রমের অভিযান শুরুর দিন চারেকের মধ্যেই তোলা হয়েছিল ছবিটি। প্রায় ১০০ কিমি দূর থেকে তোলা হয়েছে ছবিটি।

[আরও পড়ুন: কমল খুচরো মুদ্রাস্ফীতির হার, দাম কমবে নিত্যপণ্যের?]

২০২২ সালের আগস্টে রওনা হয়েছিল কোরিয়ার পাথফাইন্ডার লুনার অরবিটার দানুরি। সেই অরবিটারই এবার ছবি তুলল বিক্রমের। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত কর্মক্ষম থাকবে অরবিটারটি। ততদিন পর্যন্ত সম্ভাব্য সব রকম চন্দ্রাবতরণ ক্ষেত্রের ছবি তুলবে দানুরি।

[আরও পড়ুন: উত্তরপ্রদেশে ১৬ বছরের কিশোরীকে গণধর্ষণ! অভিযুক্তদের গ্রেপ্তার করল পুলিশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement