shono
Advertisement

মাকড়সার জালেই লুকিয়ে ক্ষত সারানোর উপায়

আজ থেকে নয়, প্রাচীন যুগ থেকেই প্রচলিত এই প্রথা৷ জানেন কীভাবে? The post মাকড়সার জালেই লুকিয়ে ক্ষত সারানোর উপায় appeared first on Sangbad Pratidin.
Posted: 04:33 PM Feb 21, 2017Updated: 11:03 AM Feb 21, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমার পর্দায় ‘স্পাইডার ম্যান’কে যতই মনে ধরুক, বাড়ির কোণে মাকড়সার বুনে যাওয়া জাল মোটেও পছন্দের জিনিস নয়৷ অতএব ঝুলঝাড়ুর হাতেই তার নিকেশ অবশ্যম্ভাবি৷ কিন্তু জানেন কি? অযাচিত এই জালগুলিতেই লুকিয়ে আছে চোট-আঘাত সারানোর অমোঘ উপায়৷

Advertisement

ভাঙা সম্পর্ক জুড়তে মেনে চলুন এই ৭ টিপস

আজ থেকে নয় এই সত্য বহু প্রাচীন৷ গ্রিক ও রোমানদের যুদ্ধের ইতিহাসে এর উল্লেখ পাওয়া যায়৷ সেই সময় যুদ্ধ-বিগ্রহ লেগেই থাকত৷ সৈন্যদের চোট-আঘাত লাগা নিয়মিত ঘটনা ছিল৷ এই আঘাত দ্রুত যাতে সেরে যায়৷ সেই কারণেই মাকড়সার জাল গজের মতো চোটের উপর ব্যবহার করা হত৷ এতে নাকি ওষুধের থেকেও ভাল কাজ হত৷

সাম্প্রতিক এক গবেষণায় জানা গিয়েছে, মাকড়সার জালের এই ক্ষত নিরাময়ের অসামান্য ক্ষমতার কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন ‘K’ রয়েছে৷ যা দ্রুত রক্ত জমাট বাঁধতে সাহায্য করে৷ মাকড়সার জালের অ্যান্টিসেপটিক ও অ্যান্টি ফাঙ্গাল ক্ষমতাও রয়েছে৷ যা শুধুমাত্র চোট-আঘাতকেই সারিয়ে তুলতে সাহায্য করে না, লিগামেন্টের চোট সারিয়ে তুলতেও সাহায্য করে৷ এমনকী, অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রেও এর অবদান অনস্বীকার্য৷

সামনেই মাধ্যমিক, পরীক্ষার্থীদের মা-বাবারা সতর্ক থাকুন এই বিষয়ে

তবে খেয়াল রাখতে হবে, মাকড়সার জালটি যেন অপরিষ্কার না হয় কিংবা বিষাক্ত না হয়৷ এর জন্য কী করতে হবে? যেখান থেকে মাকড়সার জাল সংগ্রহ করবেন৷ দেখে নিতে হবে যেখানে যেন ব্ল্যাক উইডো কিংবা অন্য কোনও বিষাক্ত প্রাণী রয়েছে কিনা৷ আর ভাল করে দেখে নিতে হবে জালে যেন কোনও নোংরা কিছু আটকে না থাকে৷ তারপর জালটিকে গুটিয়ে গজের মতো করে নিতে হবে এবং চোটের উপর লাগিয়ে তাতে ব্যান্ডেজ বেঁধে দিতে হবে৷ ব্যাস! নিমেষে ব্যাথা উধাও৷

লিভারে ফ্যাট জমেছে! একদম ভাববেন না…

The post মাকড়সার জালেই লুকিয়ে ক্ষত সারানোর উপায় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement