shono
Advertisement

IPL Auction 2024: ৩ ক্রিকেটারের দাম পেরল ৫০ কোটি! আইপিএল নিলামে দাপট বিশ্বজয়ী অজিদের

রেকর্ড দাম পেয়েছেন মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স।
Posted: 04:56 PM Dec 19, 2023Updated: 05:31 PM Dec 19, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল (IPL) নিলামে দাপট বিশ্বজয়ীদের। মাত্র তিন ক্রিকেটারের দাম উঠল ৫০ কোটিরও বেশি। আইপিএলের রেকর্ড অঙ্কে বিক্রি হলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ও পেসার মিচেল স্টার্ক। নিলামের শুরু থেকেই অনুমান ছিল, আকাশছোঁয়া দাম পাবেন তিন অজি তারকা। সেই অনুমান মিলিয়ে দিয়েই পঞ্চাশ কোটির দর পেরিয়ে গেলেন অজি ত্রয়ী। উল্লেখ্য়, ইতিমধ্যেই আইপিএলের ১০টি দলে খেলার জন্য ১৩জন অজি খেলোয়াড়ের নাম চূড়ান্ত হয়ে গিয়েছে।

Advertisement

মঙ্গলবার নিলামের (IPL Auction) শুরুতেই উঠেছিল ট্র্যাভিস হেডের (Travis Head) নাম। পরপর দুটি ফাইনালে তাঁর সংহারমূর্তির সামনেই নতজানু হয়েছে ভারত। বিশ্বকাপেও মাত্র ১২০ বলে ১৩৭ রানের ইনিংস খেলে দলকে ট্রফি জিতিয়েছেন তিনি। তাঁর বেস প্রাইস ছিল ২ কোটি। তাঁকে দলে নেওয়ার জন্য চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে তুমুল লড়াই চলে। শেষ পর্যন্ত ৬ কোটি ৮০ লাখ টাকায় হায়দরাবাদে গেলেন বিশ্বকাপের ফাইনালে শতরানকারী অজি ব্যাটার। 

[আরও পড়ুন: জাতীয় দলে ভারতীয় বংশোদ্ভূত! ২৪ ফুটবলারের সঙ্গে কথা বলতে উদ্যোগী ফেডারেশন]

অলরাউন্ডার বিভাগে প্যাট কামিন্সের (Pat Cummins) নাম উঠতেই লড়াই শুরু হয় ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে। শুরু থেকেই তাঁকে দলে পেতে লড়াই শুরু হয় মুম্বই ও চেন্নাইয়ের মধ্যে। পরে যোগ দেয় বেঙ্গালুরু, হায়দরাবাদও। তাদের দর হাঁকাহাঁকির জেরে ভেঙে চুরমার আইপিএলের যাবতীয় রেকর্ড। প্রথম ক্রিকেটার হিসাবে ২০ কোটিরও বেশি দাম পেয়েছেন তিনি। বেস প্রাইস ২ কোটি হলেও শেষ পর্যন্ত ২০ কোটি ৫০ লাখ টাকায় হায়দরাবাদে চলে গেলেন প্যাট কামিন্স। রেকর্ড গড়ার পরেই বিশেষ বার্তাও দিয়েছেন আপ্লুত অজি ক্রিকেটার।

রেকর্ড গড়ার পরেও অবশ্য আইপিএল নিলামের অজি দাপট থামেনি। বোলারদের তালিকায় মিচেল স্টার্কের (Mitchell Starc) নাম আসতেই নড়েচড়ে বসেন দল মালিকরা। প্রচুর দাম পাবেন বিশ্বজয়ী বাঁহাতি পেসার, সেরকমই মনে অনুমান ছিল। কলকাতা ও গুজরাটের মধ্যে অজি পেসারকে নিয়ে দড়ি টানাটানি চলতে থাকে। প্রায় ১০ মিনিটের লড়াইয়ের শেষে আইপিএলের ইতিহাসে সর্বকালীন ২৪ কোটি ৭৫ লাখ টাকায় তাঁকে দলে নিল কেকেআর। 

[আরও পড়ুন: হার্দিককে ক্যাপ্টেন করায় সূর্য-বুমরাহ-রোহিতরা মুম্বই ছাড়ছেন! কী বলছে ফ্র্যাঞ্চাইজি?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement