সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যার হাত ধরে দীর্ঘদিন পরে অলিম্পিকে ভারতের সোনালি সফর শুরু হয়েছিল সেই অভিনব বিন্দ্রা আবারও সম্মানিত করলেন দেশকে। এবার আরও এক বিরল সম্মানে ভূষিত হলেন অলিম্পকে সোনাজয়ী শুটার। বিন্দ্রাকে সর্বোচ্চ সম্মান দিল আন্তর্জাতিক শুটিং স্পোর্টস ফেডারেশন। আইএসএসএফ-এর ‘ব্লু ক্রস’ সম্মানে ভূষিত হলেন অভিনব।
[ভারতীয় মহিলা দলে শেষ পাওয়ার জমানা, নতুন কোচের খোঁজে বোর্ড]
একটা সময় অলিম্পিকে স্বর্ণ পদক জেতা ভারতের কাছে সোনার পাথর বাটির মতো হয়ে গিয়েছিল। দীর্ঘদিন চিন, আমেরিকা, ব্রিটেনের দাপটে ভারতীয় অ্যাথলিটরা সেভাবে দাগ কাটতে পারেননি ক্রীড়াবিশ্বের সবচেয়ে বড় মঞ্চে। ভারতের দীর্ঘদিনের এই সোনা জয়ের খরা কাটিয়েছিলেন অভিনব বিন্দ্রা। ২০০৮ বেজিং অলিম্পিকে তাঁরা হাত ধরেই প্রথম ব্যক্তিগত ইভেন্টে সোনা জেতে ভারত। ১০ মিটার এয়ার রাইফেলে বিন্দ্রার সেই সোনা জয় এখনও অলিম্পিকের ব্যক্তিগত ইভেন্টে ভারতের জেতা একমাত্র সোনা। শুধু অলিম্পিক নয়, কমনওয়েলথ গেমসেও চারবার সোনা জিতেছেন অভিনব। সেরা হয়েছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চেও। গোটা কেরিয়ারের এই সাফল্যকে এবার সম্মান জানাল আন্তর্জাতিক শুটিং স্পোর্টস ফেডারেশন। শুটিংয়ের সর্বোচ্চ সম্মান ‘ব্লু ক্রস’ দেওয়া হল তাঁকে। প্রথম ভারতীয় হিসেবে এই কীর্তি তাঁরা।
[শর্টস পরে টসে! ফের নেটদুনিয়ায় বিরাটকে নিয়ে বির্তকের ঝড়]
স্বাভাবিকভাবেই বিরল সম্মান পেয়ে আপ্লুত অর্জুন পুরস্কার জয়ী শুটার। একটি টুইটে তিনি লিখেছেন, ‘ব্লু ক্রস’ সম্মান পেয়ে আমি সত্যিই আপ্লুত। অভিনবকে শুভেচ্ছা জানিয়েছেন শুটিং জগতের অন্যান্যরাও। এদিকে একই দিনে, বিশ্ব শুটিং সংস্থার সহ-সভাপতি নিযুক্ত হয়েছেন ভারতের রনিন্দর সিং।
The post প্রথম ভারতীয় শুটার হিসেবে বিরল সম্মানে ভূষিত অভিনব বিন্দ্রা appeared first on Sangbad Pratidin.