সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিরন্দাজির বিশ্বচ্যাম্পিয়নশিপে ভারতের সোনালি সফর অব্যাহত। দলগত ইভেন্টের পর এবার ব্যক্তিগত ইভেন্টেও এল সোনা। প্রথম ভারতীয় হিসাবে বিশ্বচ্যাম্পিয়ন হল ১৭ বছরের অদিতি গোপীচন্দ স্বামী (Aditi Gopichand Swami)।
শনিবার ফাইনালে টানটান লড়াইয়ে মেক্সিকোর আন্দ্রেয়া বেকেরাকে হারাল অদিতি। ১৪৯-১৪৭ ব্যবধানে জিতল ভারতের ১৭ বছর বয়সি তিরন্দাজ। বিশ্বচ্যাম্পিয়নশিপের ইতিহাসে এর আগে আর কেউ ব্যক্তিগত ইভেন্টে সোনা জেতেননি। শুক্রবারই ভারতের হয়ে মহিলাদের কমপাউন্ড দল সোনা জিতেছে। অদিতি সেই দলেরও অংশ ছিলেন। অর্থাৎ দু’দিনে দুটি সোনার পদক পেলেন অদিতি।
[আরও পড়ুন: সমনাম বিভ্রাট! বিনা দোষে ৮ মাস জেলেবন্দি যুবক, লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে সরকার]
মহিলাদের কমপাউন্ড ওই দলটিই বিশ্বচ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম সোনাটি এতে। অদিতি ছাড়াও সেই প্রথম সেই দলের অন্যান্য সদস্যরা ছিলেন জ্যোতি সুরেখা ভেনাম, এবং পরিণীত কৌর। ফাইনালে ভারতের মেয়েরা ২৩৫-২২৯-এ হারায় মেক্সিকোকে। অর্থাৎ শুক্রবার যে সোনালি সফর শুরু হয়েছিল সেটা অব্যাহত থাকল শনিবারও।
[আরও পড়ুন: সরকারি হাসপাতালে দেড় বছরে এডস আক্রান্ত ৬০ প্রসূতি, শোরগোল যোগীরাজ্যে]
১৭ বছর বয়সি অদিতি এই মুহূর্তে ভারতের সবচেয়ে সম্ভাবনাময় তিরন্দাজ। চলতি বছরই যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জেতে সে। বছরের শুরুতে তিরন্দাজির বিশ্বকাপে অনূর্ধ্ব-১৮ বিভাগে রেকর্ডও গড়েছিল। অদিতি কেন্দ্র সরকারের খেলো ইন্ডিয়া কর্মসূচির মাধ্যমে লাইমলাইটে আসে।