সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (Cristiano Ronaldo) সই করিয়ে দলবদলের বাজারে চমক দিয়েছে আল নাসের (Al Nassr)। সৌদি আরবের ক্লাব একের পর এক নামী ফুটবলারকে সই করিয়েছে।
এর মধ্যেই খবর এল, এই ট্রান্সফার উইন্ডোতে আল নাসের আর কোনও ফুটবলারকে সই করাতে পারবে না। দলবদল প্রক্রিয়ায় অনিয়মের কারণে আল নাসেরকে নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিররের প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালে লেস্টার সিটি থেকে আহমেদ মুসাকে কিনেছিল আল নাসের।
[আরও পড়ুন: এশিয়া কাপের জট কাটছে, জানা গেল ভারত-পাক মহারণের সম্ভাব্য দিন]
কিন্তু মুসার চুক্তি বাবদ যে অর্থ দেওয়ার কথা ছিল আল নাসেরের সেই অর্থ শোধ করেনি সৌদি আরবের ক্লাবটি। তার ফলে একবার ২০২১ সালে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসেরকে সতর্ক করা হয়েছিল। কিন্তু সেই সময়ে আল নাসের বিষয়টাকে বিশেষ গুরুত্ব দেয়নি।
অবশেষে আল নাসেরকে শাস্তি পেতে হচ্ছে। কোনও ফুটবলারকে সই করাতে পারবে না আল নাসের। তবে লেস্টার সিটিকে বকেয়া অর্থ মিটিয়ে দিলে শাস্তি উঠে যাবে আল নাসেরের উপর থেকে।