সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতকে হারানোর পরই বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান গর্জে উঠলেন। বিশ্বকাপে বাংলার বাঘেদের হালকা ভাবে নিলে ভুগতে হবে। জানিয়ে দিলেন শাকিব।
এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ ছিল বাংলাদেশের। শাকিব চেয়েছিলেন সান্ত্বনা জয় পেতে। সেটাই হয়। ভারতকে হারিয়ে দেয় বাংলাদেশ। ম্যাচের শেষে শাকিবকে বলতে শোনা গিয়েছে, ”বিশ্বকাপে আমরা কিন্তু বিপজ্জনক দল।”
বাংলাদেশ প্রথমে ব্যাট করে ২৬৫ রান করে। রান তাড়া করতে নেমে শুভমান গিল ১২১ রান করলেও ম্যাচ জিততে পারেনি টিম ইন্ডিয়া। ভারত থেমে যায় ২৫৯ রানে।
[আরও পড়ুন:এশিয়া কাপে বাংলাদেশের কাছে হার বড় ক্ষতি করে দিল ভারতের]
শাকিব নিজের দল প্রসঙ্গে বলছেন, ”যারা খেলেনি তাদের সুযোগ দিয়েছিলাম। গত কয়েকটি ম্যাচের পরে ভেবেছিলাম স্পিনাররা ভালো করবে। চ্যালেঞ্জিং উইকেট ছিল। সিম হচ্ছিল। বল পুরনো হয়ে যাওয়ার পরে খেলা সহজ হয়ে যাচ্ছিল। মেহদি হাসান যখন বল করতে আসে তখন খুব একটা সহজ কাজ ছিল না বোলারদের জন্য। মেহেদি হাসান বল করতে এসেই উইকেট নেয়। তানজিম দুর্দান্ত বল করে দুটি উইকেট নেয়। আমাদের দলটা খুবই ভাল।”
এগিয়ে আসছে বিশ্বকাপ। শাকিবের বাংলাদেশ কি সত্যিই বিপজ্জনক হয়ে উঠবে বিশ্বকাপে? সময় এর উত্তর দেবে।