shono
Advertisement

Asia Cup 2023: ‘গোটা বিশ্ব অপেক্ষায় ছিল’, এশিয়া কাপ ফাইনালে পাকিস্তান উঠতে না পারায় হতাশ শোয়েব

যোগ্য দল হিসেবেই ফাইনালে শ্রীলঙ্কা, বলছেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস।
Posted: 12:45 PM Sep 15, 2023Updated: 12:47 PM Sep 15, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর ভারত-পাক (India vs Pakistan) ফাইনাল নয়। এশিয়া কাপের (Asia Cup 2023) ফাইনালে মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা। তাতে প্রচণ্ড দুঃখিত শোয়েব আখতার (Shoaib Akhtar)। গোটা দুনিয়ার মতো তিনিও ভেবেছিলেন ফাইনালে দেখা হবে ভারত ও পাকিস্তানের। কিন্তু তা না হওয়ায় শোয়েব আখতার সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ”অত্যন্ত হতাশাজনক হার। ছেলেরা এবার জাগো।”

Advertisement

শোয়েব বলছেন, ”ফাইনালে খেলার যোগ্যতা ছিল পাকিস্তানের। গোটা বিশ্ব দেখতে চেয়েছিল ফাইনালে পৌঁছবে পাকিস্তান। কিন্তু সেই পাকিস্তানই টুর্নামেন্ট থেকেই ছিটকে গেল। ফেভারিট হিসেবে টুর্নামেন্টে খেলতে এসে পাকিস্তানই ছিটকে গেল। ফলে আমরা ওদের কড়া সমালোচনা করতেই পারি। ভারত-পাক ফাইনালের আর কোনও সম্ভাবনাই নেই। শ্রীলঙ্কা যোগ্য দল হিসেবেই ফাইনালে পৌঁছেছে।”

[আরও পড়ুন: ফাইনালের আগে বাংলাদেশ ম্যাচে পরীক্ষানিরীক্ষার পথে রোহিতরা, খেলতে পারেন তিলক, সূর্য]

কুশল মেন্ডিসের অনবদ্য ৯১ শ্রীলঙ্কাকে শেষ পর্যন্ত পৌঁছে দেয় ফাইনালে। কুশল মেন্ডিস ও সমরবিক্রমের পার্টনারশিপ জয়ের ভিত গড়ে দেয়। সুপার ফোরে ভারত যতই হারাক শ্রীলঙ্কাকে, ফাইনালে যে দ্বীপরাষ্ট্র কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবে তা বলাই বাহুল্য।

 

 

[আরও পড়ুন: বাংলায় ফুটবল অ্যাকাডেমি করবে লা লিগা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে মৌ স্বাক্ষরিত]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement