সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়ান গেমসের (Asian Games 2023) অ্যাথলেটিক্সে পদক এল ভারতের ঝুলিতে। ভারতের পারুল চৌধুরী (Parul Chaudhary) ৩ হাজার মিটার স্টিপলচেজে রুপো এনে দিলেন দেশকে। অন্যদিকে স্বদেশীয় প্রীতি ব্রোঞ্জ পদক জেতেন। বাহরিনের বিশ্বচ্যাম্পিয়ন উইনফ্রায়েড সোনা জেতেন। রুপো জিততে পারুল সময় করেন ৯:১৮.২৬ সেকেন্ড।
প্রীতি অবশ্য বাহরিনেরই আরেক প্রতিযোগীকে পিছনে ফেলে ব্রোঞ্জ পান। চলতি বছরটা বেশ ভালোই গিয়েছে পারুল চৌধুরীর। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছিলেন। সোনা জেতেন এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে। প্যারিস অলিম্পিকে যোগ্যতাও অর্জন করেন তিনি।
[আরও পড়ুন: এশিয়ান গেমস: হকিতে ভারতের দাপট অব্যাহত, বাংলাদেশকে এক ডজন গোল হরমনপ্রীতদের]
মে মাসে অনুষ্ঠিত লস অ্যাঞ্জেলস গ্রাঁ প্রি-তে ব্রোঞ্জ পদক পান পারুল। সেই মিটে নিজের সেরা সময়ও করেছিলেন। এশিয়াডে আরও ভালো সময়ে করেন ভারতের অ্যাথলিট। বুদাপেস্টে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৩ হাজার মিটার স্টিপলচেজের ফাইনালে একাদশ স্থান দখল করেছিলেন পারুল। কিন্তু পারুল জাতীয় রেকর্ড গড়েন সেই মিটে। ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের যে যোগ্যতামান তাও অতিক্রম করেন তিনি।
ভারতেরই অ্যান্সি সোজান জীবনের সেরা পারফরম্যান্স তুলে ধরেন হাংঝৌতে। মহিলাদের লং জাম্পে ৬.৬৩ মিটার লাফিয়ে রুপো জিতে নেন। সোনা জেতেন চিনের প্রতিযোগী শিকি জিওং। ভারতের প্রতিযোগী সোনাজয়ীকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীর মধ্যে ব্যবধান মাত্র .১০ মিটার। ২২ বছরের সোজান জীবনের সেরা পারফরম্যান্স তুলে ধরলেও ভারতের শাই সিং কিন্তু হতাশ করেন। তিনি পঞ্চম স্থান পান। ৪x৪০০ মিটার মিক্সড রিলেতে ভারত রুপো জেতে। অবশ্য ভারতের রুপো জেতা নিয়ে কম নাটক হল না। মিক্সড রিলেতে বাহরিন ও শ্রীলঙ্কার পরে দৌড় শেষ করেছিল ভারত। কিন্তু শ্রীলঙ্কার চার অ্যাথলিট অন্য ট্র্যাকে চলে যাওয়ায় বাতিল হয়ে যায় দ্বীপরাষ্ট্র। ভারতকে দেওয়া হয় রুপো।