shono
Advertisement

Breaking News

Ashes Series: বিধ্বংসী বোলান্ডে কুপোকাত ইংল্যান্ড, দুই টেস্ট বাকি থাকতেই অ্যাশেজ জয়ী অস্ট্রেলিয়া

মাঠে ও মাঠের বাইরে বিধ্বস্ত ইংল্যান্ড।
Posted: 09:17 AM Dec 28, 2021Updated: 09:28 AM Dec 28, 2021

ইংল্যান্ড: ১৮৫ ও ৬৮
অস্ট্রেলিয়া: ২৬৭
এক ইনিংস ও ১৪ রানে জয়ী অস্ট্রেলিয়া

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবারই পরিষ্কার হয়ে গিয়েছিল জয়ের রাস্তা। আর দু’টি টেস্ট বাকি থাকতে মঙ্গলবারই অ্যাসেজের ট্রফি ঘরে তুলল অস্ট্রেলিয়া। পাঁচদিনের ক্রিকেটে অভিষেক ঘটানো স্কট বোলান্ডের ঝোড়ো বোলিংয়ে তছনছ হয়ে গেল ইংলিশ ব্যাটিং লাইন আপ। এক ইনিংস এবং ১৪ রানে তৃতীয় টেস্ট জিতে ফের অ্যাশেজের (Ashes Series) দখল নিল অজিবাহিনী।

তৃতীয় টেস্টে নিষ্ঠুরতম বোলিং করে ইংল্যান্ডকে রীতিমতো লজ্জায় ফেলে দিলেন ৩২ বছরের বোলান্ড। টেস্টে মাত্র ৭রান দিয়ে ছ’টা উইকেট তুলে নেওয়ার নজির গড়লেন তিনি। আর তাতেই নিভল ইংল্যান্ডের যাবতীয় আশার আলো। চার উইকেট খুইয়ে ৩১ রানে ইংল্যান্ড শেষ করেছিল দ্বিতীয় দিনের খেলা। আর তৃতীয় দিনের শুরুতেই নামে ধস। ঐতিহ্যবাহী সম্মানের সিরিজে ৬৮ রানে গুটিয়ে যায় জো রুটদের দ্বিতীয় ইনিংস। ২৮ রানে রুট প্যাভিলিয়নে ফিরতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংলিশ ব্যাটিং লাইন আপ। ফলে আর দ্বিতীয় ইনিংসে নামারই প্রয়োজন হল না অস্ট্রেলিয়ার।

[আরও পড়ুন: মোহনবাগানের জার্সিতে চমক মনোজ তিওয়ারির, সেঞ্চুরি হাঁকালেন মন্ত্রীমশাই]

সতীর্থর চোটের কারণে ঘরের মাঠে প্রথম ম্যাচে পরিবর্ত হিসেবে খেলার সুযোগ পেয়েই বিধ্বংসী মেজাজে ধরা দেন বোলান্ড (Scott Boland)। ১৯ বলে দ্রুততম পাঁচটি উইকেট নেওয়ার নজিরও গড়ে ফেলেন এই পেসার। অ্যাশেজ জিতে বোলান্ডের ঝোড়ো পেসের প্রশংসা শোনা গেল ক্যাপ্টেন কামিন্সের গলাতেও। “স্কট বোলান্ডের কথা ভাবলেই দারুণ লাগছে। আমরা অপ্রতিরোধ্য ছিলাম। প্রথম থেকেই যা যা পরিকল্পনা ছিল, সবই কাজে দিয়েছে।” বলে দেন কামিন্স। বোলান্ডের পাশাপাশি তিন উইকেট তুলে ইংল্যান্ডকে চাপে ফেলে দিয়েছিলেন মিচেল স্টার্কও।

মাঠে ও মাঠের বাইরে বিধ্বস্ত ইংল্যান্ড। প্রথম দুটো টেস্টে অস্ট্রেলিয়ার কাছে স্রেফ উড়ে গিয়েছিলেন রুটরা। মেলবোর্নেও অসহায় আত্মসমর্পণ করল দল। মাঠে অজি কাঁটায় বিদ্ধ ইংল্যান্ড, স্বস্তি নেই মাঠের বাইরেই। সোমবারই শোনা যায়, ইংল্যান্ডের দুই সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত। শুধু তাই নয়, তাঁদের সঙ্গে আসা পরিজনদের মধ্যেও দু’জন মারণ ভাইরাসে সংক্রমিত। স্বাভাবিক ভাবেই উদ্বেগ বাড়ে। প্রত্যেক ক্রিকেটারের করোনা পরীক্ষাও হয়। সব মিলিয়ে ডনের দেশে ঘরে-বাইরে নাস্তানাবুদ ইংল্যান্ড। ট্রফি হাতছাড়া হওয়ার পরও নিয়মরক্ষার দুটি টেস্ট খেলতে হবে জো রুটকে।

[আরও পড়ুন: IND vs SA: খলনায়ক বৃষ্টি, ভেস্তেই গেল ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement