shono
Advertisement

বিশ্বকাপের আগে বাংলাদেশ ক্রিকেটে ‘গৃহযুদ্ধ’, শাকিবের আপত্তিতে দল থেকে বাদ তামিম!

কেমন হল বাংলাদেশের দল?
Posted: 08:58 PM Sep 26, 2023Updated: 09:42 PM Sep 26, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের আগে বাংলাদেশ ক্রিকেটে গৃহযুদ্ধের আগুন। অধিনায়ক শাকিব-আল-হাসানের আপত্তিতে শেষপর্যন্ত সিনিয়র ওপেনার তামিম ইকবালকে (Tamim Iqbal) ছাড়াই ভারতে খেলতে আসছেন বাংলার টাইগাররা। মঙ্গলবার তামিমকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করে দিয়েছে বিসিবি।

Advertisement

সূত্রের খবর, বাংলাদেশ (Bangladesh Cricket Team) টিম ম্যানেজমেন্টের চিন্তাভাবনায় ছিলেন তামিম। কিন্তু চোটের জন্য দীর্ঘদিন ধরেই ভুগছেন তিনি। তবু তামিম ম্যানেজমেন্টকে জানান, বিশ্বকাপে তাঁকে নিয়ে যাওয়া হলে গোটা পাঁচেক ম্যাচ তিনি খেলে দিতে পারবেন। দলের সিনিয়র ওপেনারকে এই ‘হাফ ফিট’ অবস্থায় বিশ্বকাপে আনতে চাননি শাকিব। এমনকী তাঁকে দলে নেওয়া হলে তিনি অধিনায়কত্ব ছেড়ে দেবেন বলেও হুঁশিয়ারি দেন বাংলাদেশ অধিনায়ক। এমনটাই দাবি বাংলাদেশের সংবাদমাধ্যমের একাংশের।

[আরও পড়ুন: অভিনব প্রতিবাদ গোবরডাঙায়, জমা জলে বসে নোংরা জলেই স্নান বিজেপি কর্মীর!]

শেষপর্যন্ত ‘হাফ ফিট’ তামিমকে ছাড়াই দল ঘোষণা করেছে বিসিবি (BCB)। সেই দলে রয়েছেন, দুজন ওপেনার। টপ-অর্ডার ও মিডল অর্ডার ব্যাটার ৫জন। অধিনায়ক শাকিবের বাইরে বিশেষজ্ঞ স্পিনার দুজন। পেসার পাঁচজন। এদের মধ্যে পেস বোলিং অল-রাউন্ডারও রয়েছেন। দলে ফিরেছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ। মোটামুটি ভাবে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে দল গড়তে চেয়েছে বিসিবি। বুধবারই ভারতে উড়ে আসবে বাংলাদেশ দল।

[আরও পড়ুন: ‘ঠিকানা বলতে পারব না মা’, রহস্যবার্তার পরদিনই জম্মুতে মৃত্যু বাংলার যুবকের]

বাংলাদেশের বিশ্বকাপ দল: শাকিব-আল-হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (সহ অধিনায়ক), তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মেহেদি হাসান, তানজিদ হাসান, তানজিম হাসান ও মাহমুদউল্লাহ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement