সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সুযোগ পেয়েও দলের হয়ে সেভাবে অবদান রাখতে পারেননি। তাই আর সাদা জার্সি পরে দেশের হয়ে খেলতে নামার সুযোগ মেলেনি। জাতীয় দল থেকে কার্যত নিখোঁজ হয়ে গিয়েছেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। তবে থেমে থাকেনি তাঁর ব্যাটিং। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলেছেন সৌরাষ্ট্রের ব্যাটার। এবার রনজি ট্রফিতে নয়া নজির গড়লেন তিনি। সুনীল গাভাসকর, শচীন তেণ্ডুলকর, রাহুল দ্রাবিড়ের সঙ্গে একাসনে বসে পড়লেন।
নাগপুরে বিদর্ভের বিরুদ্ধে রনজি ম্যাচ খেলছে সৌরাষ্ট্র। দলের হয়ে ভালো ব্যাটিং করেছেন পূজারাও। প্রথম ইনিংসে ১০৫ বলে ৪৩ রান করেন তারকা ব্যাটার। দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকে আসে হাফসেঞ্চুরি। ৬৬ রান করে আউট হন তিনি। তার আগেই অবশ্য ঘরোয়া ক্রিকেটে নজির গড়ে ফেলেছেন পূজারা। এদিন বিদর্ভের বিরুদ্ধে ম্যাচ জিতে মাঠ ছাড়ে সৌরাষ্ট্র।
[আরও পড়ুন: জাতীয় দলে প্রত্যাবর্তনের খবরের পরেই লড়াকু সেঞ্চুরি, রামকে উৎসর্গ ভারতীয় ব্যাটারের]
ভারতের চতুর্থ ব্যাটার হিসাবে অনন্য নজির গড়েন পূজারা। ঘরোয়া ক্রিকেটে ২০ হাজার রানের গণ্ডি পেরিয়েছেন তিনি। এর আগে এই কীর্তি ছিল গাভাসকর, তেণ্ডুলকর ও দ্রাবিড়ের দখলে। আপাতত ২৬০টি প্রথম শ্রেণির ম্যাচে ২০০১৩ রান রয়েছে পূজারার ঝুলিতে। ৬১টি সেঞ্চুরি আর ৭৮টি হাফসেঞ্চুরিও করেছেন তিনি।
দীর্ঘদিন ভারতীয় দলে না থাকলেও, দেশের জার্সিতে পূজারার পরিসংখ্যান চোখ ধাঁধিয়ে দেওয়ার মত। কঠিন পরিস্থিতিতে ক্রিজ কামড়ে পড়ে থেকে একাধিকবার বাঁচিয়েছেন ভারতীয় ইনিংসকে। তবে ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিলেন। সেই ম্যাচে ব্যর্থ হওয়ার পরে পূজারার সামনে টেস্ট দলের দরজা কার্যত বন্ধ হয়ে যায়।