সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিম ইন্ডিয়ার এখন নতুন নাম টিম মাস্ক ফোর্স (#TeamMaskForce)। বাড়িতে বসেই যে ফোর্সের অংশীদার হয়ে উঠতে পারবেন আপনিও। বিরাট কোহলি, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়ের মতো তারকাদের সঙ্গে বসতে পারবেন একই আসনে। ভাবছেন ব্যাপারটা কী? তাহলে বিস্তারিত বলা যাক।
গোটা বিশ্বে থাবা বসিয়েছে মারণ করোনা। যার জেরে ভারতে ২৫ দিন ধরে চলছে লকডাউন। ফলে বন্ধ সমস্ত স্পোর্টস ইভেন্ট। দেশের এমন সংকটের মুহূর্তে তাই মাঠে না নেমে বাড়িতে বসেই দেশসেবা করছেন ভারতীয় ক্রিকেট দলের তারকারা। জনসাধারণকে সচেতন করতে দল বেঁধে কাজে নেমেছেন তাঁরা। কোহলি, রোহিত, শচীন, সৌরভ, রাহুল, হরমনপ্রীত, মিতালি রাজ, হরভরজ সিং- কে নেই। আর মজার বিষয় হল, সেই দলে অনায়াসে জায়গা করে নিতে পারবেন আপনি। যোগ্যতা অর্জনের জন্য বিশেষ কিছু করার প্রয়োজন নেই। দরকার শুধু একটু সচেতন হওয়া। করোনাকে মাত দেওয়ার অঙ্গীকার বদ্ধ হয়ে অন্যকেও সচেতন করা। তাঁর এই মাস্ক ফোর্সে যোগ দিতে গেলে আপনাকেও বাড়িতে বানিয়ে ফেলতে হবে পছন্দসই মাস্ক। করোনাকে দূরে রাখতে যে মাস্ক পরে থাকা অত্যন্ত জরুরি।
[আরও পড়ুন: ‘আমার প্রিয় মানুষটিকে জন্মদিনের শুভেচ্ছা’, রাহুলের সঙ্গে বিশেষ মুহূর্তের ছবি পোস্ট আথিয়ার]
যতদিন যাচ্ছে নিজের বিস্তার ঘটাচ্ছে নোভেল করোনা। দেশের প্রায় সব রাজ্যেই যে কারণে মাস্ক পরা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। অর্থাৎ অতি প্রয়োজনে বাড়ির বাইরে পা রাখতে হলে মাস্ক পরা চাই-ই-চাই। একটি ভিডিওর মাধ্যমে সে বার্তাই পৌঁছে দিতে চেয়েছেন মাস্টার ব্লাস্টাররা। নিজেদের বাড়িতে থেকেই ভিডিওটি শুট করেছেন প্রত্যেকে। সেই সঙ্গে নিজেদের পছন্দে মাস্ক পরে বুঝিয়ে দিয়েছেন, বাড়িতেই এটি তৈরি করে নেওয়া খুবই সহজ। আর যদি একান্তই কঠিন মনে হয়, তাহলে দ্রুত ডাউনলোড করে ফেলুন কেন্দ্রের তৈরি আরোগ্য সেতু অ্যাপ। যেখানে মাস্ক তৈরির প্রক্রিয়া সুন্দরভাবে বোঝানো আছে।
প্রত্যেকের মাস্কেরই বিশেষত্ব রয়েছে। যেমন সৌরভের মাস্কে লেখা, ‘দাদা’। শচীন পরেছেন ১০ নম্বরের মাস্ক। কোহলির মাস্কে লেখা V। রাহুল দ্রাবিড়ের মাস্কটি দেখতে দেওয়ালের মতো। যা বেশ ভালই মানিয়ে ভারতীয় ক্রিকেটের দ্য ওয়াল-এর মুখে। মিতালি রাজ জানিয়ে দিলেন, এই মাস্ক কাপড়ের হওয়ায় বেশ নরম। প্রয়োজন মতো ধুয়েও নেওয়া যাবে। মাস্ক পরার সঙ্গে শচীন আবার ভালভাবে হাত ধোয়ার কথাও মনে করিয়ে দিয়েছেন।
করোনা মোকাবিলায় অনেকদিন ধরেই দেশবাসীকে সচেতন করার চেষ্টা করছেন। লকডাউনের নিয়ম মানলে, করোনার বিরুদ্ধে যাবতীয় সতর্কতা অবলম্বন করলে তবেই এই মারণ ভাইরাসকে হারানো সম্ভব হবে।
[আরও পড়ুন: করোনার জেরে আর্থিক সংকটে অস্ট্রেলিয়া ক্রিকেট! ৮০ শতাংশ কর্মীকে ছুটিতে পাঠাচ্ছে বোর্ড]
The post সচেতনতার নয়া দাওয়াই Team Mask Force, অভিনব ভিডিও বার্তা সৌরভ-কোহলিদের appeared first on Sangbad Pratidin.