shono
Advertisement

অধিনায়কত্ব হারিয়ে মুম্বই ছাড়বেন রোহিত? হিটম্যানকে ট্রেড করার প্রস্তাব অন্য ফ্র্যাঞ্চাইজির

একাধিক মুম্বই তারকার ভবিষ্যৎ নিয়ে জল্পনা।
Posted: 10:10 AM Dec 17, 2023Updated: 10:10 AM Dec 17, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের ফাইনালে হারের যন্ত্রণা কাটিয়ে ওঠার আগেই মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে অধিনায়ক পদ থেকে সরিয়ে দিয়েছে। বদলে দায়িত্ব দেওয়া হয়েছে হার্দিক পাণ্ডিয়াকে। যা নিয়ে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট মহল রীতিমতো তোলপাড়। একবাক্যে সকলেই মেনে নিচ্ছেন, রোহিত শর্মার (Rohit Sharma) মতো নেতাকে এভাবে না সরালেও পারত মুম্বই। রোহিত নিজে এ নিয়ে এখনও স্পিকটি নট। এসবের মধ্যেই নয়া জল্পনা, হিটম্যানকে নাকি ট্রেড করার প্রস্তাব দিয়েছে অন্য এক ফ্র্যাঞ্চাইজি।

Advertisement

এক সংবাদমাধ্যমের দাবি, রোহিত শর্মাকে দলে নেওয়ার জন্য মুম্বইয়ের কাছে প্রস্তাব দিয়েছে দিল্লি ক্যাপিটালস। আসলে ঋষভ পন্থ (Rishabh Pant) এই মরশুমের আইপিএলে খেললেও তিনি ফিল্ডিংয়ের সময় কতটা মাঠে থাকবেন তা নিয়ে সংশয় রয়েছে দিল্লি শিবিরে। শোনা যাচ্ছে পন্থকে নাকি একাধিক ম্যাচে ইমপ্যাক্ট ক্রিকেটার হিসাবে ব্যবহার করা হবে। সেক্ষেত্রে রোহিতকে দলে টানতে পারলে তাঁকে নেতা হিসাবে রেখে পন্থকে আরেকটু সময় দেওয়া যেত। কিন্তু দিল্লির সেই প্রস্তাব সোজা নাকচ করে দিয়েছে মুম্বই।

[আরও পড়ুন: সংসদে হামলার প্রতিবাদ করায় নয়, অন্য কারণে সাসপেন্ড বিরোধী সাংসদরা, সাফাই বিড়লার]

আসলে রোহিতকে অধিনায়ক পদ থেকে সরানোর পর নানা মহল থেকে চাপে মুম্বই। সমর্থকরা ক্ষুব্ধ, অনেককেই দেখা গিয়েছে মুম্বইয়ের জার্সি পুড়িয়ে ফেলতে। কেউ কেউ আবার সরাসরি সোশ্যাল মিডিয়ায় এসে ঘোষণা করে দিচ্ছেন, আর মুম্বইকে (Mumbai Indians) সমর্থক করবেন না। সোশ্যাল মিডিয়াতেও মুম্বইয়ের ফলোয়ার হু হু করে কমছে। এই পরিস্থিতিতে কোনওভাবেই রোহিতকে দলছাড়া করতে নারাজ মুম্বই ইন্ডিয়ান্স। যে কোনও মূল্যে নিজেদের সফলতম অধিনায়ককে ধরে রাখতে চায় তারা।

[আরও পড়ুন: ‘গয়না, মানিব্যাগ সামলে রাখবেন’, শুভেন্দুকে ‘চোর’ চিহ্নিত করে মাইকিং তৃণমূলের]

তবে রোহিত-সহ একাধিক মুম্বই তারকার দলত্যাগ নিয়ে জল্পনা চলছে। শোনা যাচ্ছে আইপিএলের (IPL 2024) ট্রেড উইনডো ফের খুলতেই একাধিক তারকার জন্য ঝাঁপাবে একাধিক ফ্র্যাঞ্চাইজি। তখন রোহিতরা কী সিদ্ধান্ত নেন, সেটাই দেখার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement