সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তীরে এসে ডুবল তরী। ডেনমার্ক ওপেন সুপার সিরিজের ফাইনালে হেরে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নভঙ্গ হল সাইনা নেহওয়ালের। দু্র্দান্ত লড়াই করেও শেষরক্ষা হল না। রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় শাটলারকে।
[জৌলুসহীন মরশুমের প্রথম এল ক্লাসিকো, ১১ বছর পর নেই মেসি-রোনাল্ডো]
এশিয়ান গেমসের পর চলতি ডেনমার্ক ওপেনে ফের নজর কাড়েন সাইনা। শনিবার সেমিফাইনালে গ্রোগোরিয়া মরিস্কাকে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গিয়েছিলেন হায়দরাবাদি ব্যাডমিন্টন তারকা। তবে ফাইনালের লড়াইটা যে সহজ হবে না, তা ভালই জানতেন বিশ্বের দশ নম্বর সাইনা। সেভাবেই প্রস্তুতি নিয়েছিলেন। মহিলা সিঙ্গলসের ফাইনালে তাইওয়ানের তাই জু ইংয়ের বিরুদ্ধে প্রথম গেমে হেরে দ্বিতীয় গেমে ঘুরে দাঁড়ান তিনি। তবে শেষ গেমে বিপক্ষের দাপটের কাছে কার্যত আত্মসমর্পণই করে দেন। ১৩-২১, ২১-১৩, ৬-২১ ব্যবধানে হেরে রুপো ঘরে তুলে কোর্ট ছাড়েন সাইনা। এই নিয়ে টানা এগারোবার তাইওয়ানিজের কাছে হারলেন তিনি।
[আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণের আমন্ত্রণ বর্ধমান বিশ্ববিদ্যালয়কে]
দিন কয়েক আগেই নিজের বিয়ের কথা ঘোষণা করেছেন ব্যাডমিন্টন তারকা। আগামী ১৬ ডিসেম্বর সতীর্থ পারুপল্লী কাশ্যপের সঙ্গেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তিনি। হায়দরাবাদেই একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করা হবে। তবে এসবের মধ্যেও নিজের ফোকাস নষ্ট হতে দেননি সাইনা। চোটের জন্য দীর্ঘদিন কোর্টের বাইরে থাকার পর কামব্যাক করে ছন্দে ফিরেছেন লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী তারকা। এশিয়ান গেমসেও দেশকে ব্রোঞ্জ এনে দিয়েছিলেন। এবার ডেনমার্ক ওপেন সুপার সিরিজে সোনা অধরা থাকলেও রুপো পেলেন ভারতীয় শাটলারই।
The post ডেনমার্ক ওপেনের ফাইনালে হার, রুপোতেই সন্তষ্ট থাকতে হল সাইনাকে appeared first on Sangbad Pratidin.