shono
Advertisement

অর্থে কারচুপি, শাহরুখকে নোটিস পাঠাল ইডি

ফের বিপাকে কিং খান৷
Posted: 09:46 PM Mar 24, 2017Updated: 04:17 PM Mar 24, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল দশের কাউন্ডডাউন শুরু হয়ে গিয়েছে৷ আর তার আগেই কেকেআর শিবিরে বড়সড় ধাক্কা৷ কলকাতা নাইট রাইডার্সের সহ-কর্ণধার শাহরুখ খান, গৌরি খান ও জুহি চাওলাকে শো-কজ নোটিস দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷

Advertisement

[আইসিসির চেয়ারম্যান পদ থেকে সরছেন না শশাঙ্ক মনোহর]

ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (FEMA) লঙ্ঘন করার জন্যই তাঁদের শো-কজ নোটিস দেওয়া হল৷ FEMA ২০০০-এর ৪(১) নম্বর আইন অনুযায়ী কিং খান, গৌরি ও জুহিকে নোটিস পাঠানো হল৷ জানা যাচ্ছে, Knight Riders Sports Private Limited (KRSPL)-কেও নোটিস পাঠানো হয়েছে৷ যে কোম্পানিটি নাইট দলের মালিক৷ প্রথমে রেড চিলিজ এন্টারটেনমেন্টের ডিরেক্টর গৌরি খানের নামে সমস্ত শেয়ার কেনা হত৷ তবে পরে ২ কোটি টাকার নতুন শেয়ার কেনে KRSPL৷ যার মধ্যে ৪০ লক্ষ শেয়ার দেওয়া হয় জুহিকে৷ অভিযোগ, বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে সেই সব শেয়ার বিক্রি করা হয়েছে৷ ফলে ৭৩.৬ কোটি টাকা ক্ষতি হয়েছে FEMA-র৷

[সেকি!! শেষ টেস্টে বিরাটকে ছাড়াই খেলবে টিম ইন্ডিয়া?]

এই ইস্যুতে শাহরুখ ও অন্যান্য সহ-কর্ণধারদের আগেও জিজ্ঞাসাবাদ করেছে ইডি৷ তাঁদের বয়ান রেকর্ড করা হয়েছে৷ এবার দেখার আইপিএল শুরুর আগে এই সমস্যার সমাধান হয় কি না৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement