shono
Advertisement

Breaking News

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টেস্ট চলাকালীন শামিকে লক্ষ্য করে ‘জয় শ্রীরাম’ধ্বনি, তুমুল বিতর্ক

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সেই ঘটনার ভিডিও।
Posted: 02:03 PM Mar 11, 2023Updated: 02:16 PM Mar 11, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আহমেদাবাদে টেস্টে একেই পাহাড় প্রমাণ রানের চাপে টিম ইন্ডিয়া। আর তার মধ্যেই ম্যাচ চলাকালীন তৈরি হল নয়া বিতর্ক। মহম্মদ শামিকে লক্ষ্য করে গ্যালারি থেকে ওঠে ‘জয় শ্রীরাম’ স্লোগান।

Advertisement

গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু হয়েছে চতুর্থ তথা শেষ টেস্ট। সেই দিনই ঘটে এই ঘটনা। ফিল্ডিং করতে নামার আগে বাউন্ডারি লাইনের ধারে দাঁড়িয়ে ছিলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। ছিলেন বাংলার পেসার শামিও (Mohammed Shami)। ঠিক সেই সময়ই গ্যালারি থেকে কয়েক জন দর্শক ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন। শামির নাম করেই বেশ কয়েকজন চিৎকার করতে থাকেন। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই দানা বাঁধে বিতর্ক।

[আরও পড়ুন: শিয়ালদহ মেন লাইনে বাতিল বহু ট্রেন, দেরিতে চলছে লোকাল, চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের]

শামি অবশ্য এর কোনও প্রতিক্রিয়া দেননি। তবে ‘জয় শ্রীরাম’ ধ্বনি তোলা দর্শকদের হাত জোড় করে চুপ করতে বলতে দেখা যায় ভারতীয় ব্যাটার সূর্যকুমার যাদব। বাকি তারকারা অবশ্য বিষয়টিকে একেবারেই পাত্তা দিতে চাননি। তাঁরা নিজেদের মধ্যেই কথাবার্তা বলে যান।

মোদিরাজ্যে দর্শকদের একাংশের এহেন আচরণে বিতর্কের ঝড় উঠেছে। শেষ টেস্টের প্রথম দিনই নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হাজির ছিলেন ভারত ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। জমকালো অনুষ্ঠান দিয়ে শুরু হয় ম্যাচ। সেখানেই এমন ঘটনা অত্যন্ত নিন্দনীয় বলেই দাবি করছেন নেটিজেনদের একাংশ।

[আরও পড়ুন: ‘বিজেপিকে বাবা বলে ভাবলেও, ওরা কিন্তু নয়’, পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বিতর্কে মদন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement