shono
Advertisement

Breaking News

বিশ্বজয়ীর হাতে সোনালি গ্লাভস, মার্টিনেজকে মিষ্টি উপহার ফেলু মোদকের

বিখ্যাত আমের মিষ্টি খাওয়ার আবদারও করেছেন মার্টিনেজ।
Posted: 02:03 PM Jul 04, 2023Updated: 02:03 PM Jul 04, 2023

সুমন করাতি, হুগলি: হুগলি জেলা  থেকে সোনার গ্লাভস পৌঁছে গেল বিশ্বজয়ী আর্জেন্টিনা দলের গোলকিপার এমি মার্টিনেজের (Emiliano Martínez) হাতে। এত পর্যন্ত পড়ার পরে অনেকেই অবাক হতে পারেন। কিন্তু বিষয়টা একদম সত্যি। কাতার বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল লুজাইল স্টেডিয়ামে।

Advertisement

ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ওঠার পরে মার্টিনেজের হাতে উঠেছিল সোনার গ্লাভস। গ্লাভস হাতে তাঁর উদযাপন নিয়ে কম বিতর্ক হয়নি। এখন অবশ্য সে সব চুকে বুকে গিয়েছে। মার্টিনেজ এসেছেন শহর কলকাতায়। আনন্দনগরী সব অর্থেই আনন্দনগরীতে পর্যবসিত হয়েছে।

[আরও পড়ুন: বিশ্বকাপে এই স্পিনারকে দলে চাইছেন সৌরভ, কার কথা বলছেন দেশের প্রাক্তন অধিনায়ক?]

হুগলির রিষড়া থেকে মিষ্টি দিয়ে তৈরি সোনার গ্লাভস উপহার হিসেবে পাওয়ায় দারুণ খুশি লিও মেসির দলের শেষ প্রহরী। রিষড়ার বিখ্যাত মিষ্টান্ন প্রতিষ্ঠান ফেলু মোদক থেকে মিষ্টির তৈরি সোনার গ্লাভস উপহার পৌঁছে দেওয়া হয় এমি মার্টিনেজের কাছে। হুগলি জেলার মিষ্টিতে মজলেন আর্জেন্টিনার গোলকিপার।

বিখ্যাত আমের মিষ্টি খাওয়ার আবদারও করেছেন মার্টিনেজ। হুগলি জেলার এটা বড় প্রাপ্তি বলে মনে করা হচ্ছে। বিশ্বজয়ী গোলকিপারের হাতে মিষ্টির তৈরি স্পেশাল সোনার গ্লাভস তুলে দিয়েছেন ফেলু মোদকের কর্ণধার অমিতাভ দে। দোকানের মিষ্টি মার্টিনেজকে উপহার হিসেবে দিতে পেরে বেজায় খুশি অমিতাভবাবু।

তিনি জানান, মার্টিনেজের কাছে এবার হুগলি জেলাও পরিচিতি পেয়ে গেল। হুগলি জেলার বাসিন্দা হিসাবে এটা গর্বের বিষয়। তাঁর দোকান থেকে স্পেশাল মিষ্টি আগেও অনেক ভাল জায়গায় পৌঁছেছে কিন্তু বিশ্বজয়ী দলের গোলকিপারের হাতে পৌঁছে যাওয়া বিশেষ এক অনুভূতি। 

[আরও পড়ুন: ইউনাইটেড-ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ শ্যাটরির নতুন ঠিকানা সৌদি আরবের ক্লাব, সঙ্গী হচ্ছেন জেরার্ড]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement