shono
Advertisement

ভারতের বিশ্বজয়ী অধিনায়ক বিশ্বকাপে নামবেন রোহিত ব্রিগেডের বিরুদ্ধেই, কে তিনি?

রোহিতদের বিরুদ্ধে নিজেকে উজাড় করে দিতে চান এই ক্রিকেটার।
Posted: 09:21 AM Jan 23, 2024Updated: 09:21 AM Jan 23, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিলেন তিনি। ভারতীয় দলের অধিনায়কও ছিলেন। সেই উন্মুক্ত চাঁদ (Unmukt Chand) এবার মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T-20 World Cup) নামবেন। খেলবেন আবার রোহিত শর্মার ভারতের বিরুদ্ধেই। ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচ রয়েছে ১২ জুন।
সেই ম্যাচে রোহিত বনাম উন্মুক্ত চাঁদের লড়াইও কম উপভোগ্য হবে না। ভারতকে বিশ্বকাপ জেতানো ক্রিকেটারই এবার ভারতের প্রতিপক্ষ। সব ঠিকঠাক থাকলে উন্মুক্ত চাঁদই এবারের বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্র দলকে নেতৃত্ব দেবেন।

Advertisement

 

[আরও পড়ুন: ‘কোর’ কমিটি ভেঙে দিল ফুটবল ফেডারেশন, বদল অন্য কমিটিতেও

ক্রিকেট সংক্রান্ত একটি ওয়েবসাইটের খবর অনুযায়ী, বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট খেলিয়ে দেশ ভারতের বিরুদ্ধে নিজেকে যাচাই করে দেখবেন উন্মুক্ত চাঁদ। তিনি বলেছেন, ”শুনে অনেকেই বিস্মিত হতে পারেন, তবে ভারতের হয়ে আমি আর খেলব না, আমার পরবর্তী লক্ষ্য ভারতের বিরুদ্ধে খেলা। শত্রুতা নয়, তবে বিশ্বের অন্যতম সেরা দলের বিরুদ্ধে নিজেকে যাচাই করে দেখব।”
২০২১ সালে উন্মুক্ত চাঁদ মার্কিন মুলুকে চলে গিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে পা রাখার পর একাধিক টুর্নামেন্ট তিনি খেলেছেন। ২০২২ সালে বিগ ব্যাশ লিগে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে খেলেছেন উন্মুক্ত চাঁদ। ২০১২ সালে উন্মুক্তের ক্যাপ্টেন্সিতে ভারত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল। ফাইনালে অপরাজিত ১১১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সেই উন্মুক্ত চাঁদ এবারের বিশ্বকাপে খেলবেন মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে। হারাতে চাইবেন নিজের দেশকেই।  

[আরও পড়ুন: ‘১২০ শতাংশ দিতে প্রস্তুত আমরা’, সিরিয়া চ্যালেঞ্জের জন্য তৈরি সুনীলরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement