সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চরম আর্থিক কষ্টে রয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটার গ্রেগ চ্যাপেল (Greg Chappell)। অর্থ তুলতে এগিয়ে এসেছেন তাঁর বন্ধুরা। অর্থ তোলার জন্য একটি পেজও খোলা হয়েছে গ্রেগ চ্যাপেলের জন্য।
ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে বিতর্কিত এক অধ্যায়ের জন্ম দিয়েছিলেন চ্যাপেল। গ্রেগের জন্যই দল থেকে ছিটকে যেতে হয়েছিল ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)। সৌরভ ও অজি কিংবদন্তির সম্পর্ক নিয়ে সেই সময়ে কম চর্চা হয়নি।
চ্যাপেল অবশ্য নিজের আর্থিক সমস্যা প্রসঙ্গে জানিয়েছেন, তিনি ভালোই আছেন তবে বিলাসবহুল জীবনযাপন বলতে যা বোঝানো হয়, সেই ধরনের জীবন কাটাচ্ছেন না তিনি। চ্যাপেলকে বলতে শোনা গিয়েছে, ”বেশিরভাগ মানুষই মনে করেন, যেহেতু আমরা ক্রিকেট খেলেছি তাই হয়তো বিলাসবহুল জীবনযাপন করছি। তবে আমি দুঃস্থ হয়ে গিয়েছি বলে কান্নাকাটি করছি না। একটা কথাই বলতে চাই, আজকালকার ক্রিকেটাররা যে সুযোগ সুবিধা পেয়ে থাকে, আমরা সেরকম সুযোগ সুবিধা পাই না।”
[আরও পড়ুন: বাবর আজমের পাশে দাঁড়িয়ে আক্রম, ওয়াকারের মতো প্রাক্তনকে একহাত নিল পিসিবি]
প্রতিবেদন অনুযায়ী, চ্যাপেলের অর্থ তোলার জন্য ‘গোফান্ডমি’ বলে একটি পেজ তৈরি করা হয়েছে। গত সপ্তাহে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে লাঞ্চের আয়োজন করা হয়েছিল। তার আয়োজক ছিলেন এডি ম্যাকগুয়ের। গুরু গ্রেগের দুই ভাই ইয়ান, ট্রেভর চ্যাপেল-সহ প্রাক্তন অজি তারকারা উপস্থিত ছিলেন।
তবে কেবল গ্রেগ চ্যাপেল নন, তাঁর সময়ের অনেক নামী ক্রিকেটারই আর্থিক কষ্টে ভুগেছেন।
চ্যাপেল বলেছেন, ”আমার বন্ধুরা উপলব্ধি করেছিল যে বিশেষ কিছুই আমি পাইনি। আমার সময়ের অনেকেই এমন রয়েছেন যারা অত্যন্ত খারাপ সময়ের মধ্যে দিয়েই যাচ্ছেন। আমার মনে হয় আগের জমানার ক্রিকেটাররা এখনকার ক্রিকেটারদের মতো সুযোগ সুবিধা পায় না। ক্রিকেট আমাদের কী দিল?”