সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোল করে ঠিক এমনভাবেই জার্সি তুলে সেলিব্রেশন করেন ফুটবলাররা। এবার তেমন সেলিব্রেশন দেখা গেল তিলক বর্মার (Tilak Varma) তরফ থেকে। বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে চলতি এশিয়ান গেমসের (Hangzhou Asian Games 2023) সেমিফাইনালে অর্ধ শতরান করতেই জার্সি তুলে বিশেষভাবে সেলিব্রেশন সেরে নিলেন টিম ইন্ডিয়ার (Team India) মারকুটে ব্যাটার। সেই মুহূর্ত সোশাল মিডিয়ার যুগে ভাইরাল হতে একেবারেই সময় লাগেনি।
কিন্তু কেন এমনভাবে সেলিব্রেশন করলেন তিনি? অর্ধ শতরান পূর্ণ হতেই জার্সি তুলে নিজের ট্যাটুর দিকে ইশারা করেন তিলক। সেখানে দেখা যায় তিলকের বুকের নীচে রয়েছে তাঁর বাবা-মায়ের একটি ট্যাটু। তিলকের এই প্রতিক্রিয়া দেখে মুগ্ধ নেটিজেনরা।
[আরও পড়ুন: ৬১-১৪! চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে কবাডিতে হেলায় উড়িয়ে সোনার লক্ষ্যে ভারত]
ম্যাচের শেষে তিলক এমন সেলিব্রেশনের কারণ হিসাবে বলেন, "বাবা ও মা-কে সম্মান জানিয়ে এই সেলিব্রেশন ছিল। বিশেষ করে এই সেলিব্রেশন ছিল আমার মায়ের জন্য। গত কয়েকটা ম্যাচ ভালো পারফরম্যান্স করতে পারিনি। তাই মা-কে বলেছিলাম, যদি অর্ধ শতরান করে দলকে জেতাতে পারি, তাহলে টিভি-র সামনে টেলিভিশনে আমার ট্যাটু দেখাব। সেটাই করলাম।"
পাশাপাশি তিলক ভার্মা জানান, ভারতের অধিনায়ক রোহিত শর্মার মেয়ে সামাইরাকেও এই অর্ধ শতরান উৎসর্গ করেছেন এই বাঁহাতি ব্যাটার। ২৬ বলে মারমুখী মেজাজে ৫৫ রানে অপরাজিত ছিলেন তিলক। ২১১.৫৩ স্ট্রাইক রেট বজায় রেখে তাঁর এই ইনিংস ২টি চার ও ৬টি ছক্কা দিয়ে সাজানো ছিল। দলকে ফাইনালে নিয়ে যাওয়ার এই ম্যাচে তিলককে যোগ্য সঙ্গত দিয়েছিলেন রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। তিনি ২৬ বলে ৪০ রানে অপরাজিত ছিলেন। ফলে ৯.২ ওভারে ১ উইকেটে ৯৭ রান তুলে ৯ উইকেটে বাংলাদেশকে হেলায় হারিয়ে দেয় ভারত।
এর আগে টাইগার্সদের ইনিংস মাত্র ৯ উইকেটে ৯৬ রান আটকে যায়। দুই স্পিনার ওয়াসিংটন সুন্দর (Wasington Sundar) ও সাই কিশোর (Sai Kishore) বাইশ গজে দাপট দেখান। সাই ১২ রানে ৩ ও সুন্দরের ঝুলিতে এসেছে ১৫ রানে ২টি উইকেট। এদিকে দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে (Pakistan) ৪ উইকেটে হারিয়ে দিয়েছে আফগানিস্তান (Afghanistan)। ফলে সোনার জয়ের লক্ষ্যে মেগা ফাইনালে আফগানদের বিরুদ্ধে মাঠে নামবে ভিভিএস লক্ষ্মণের (VVS Laxman) ছেলেরা।