shono
Advertisement

নতুন ভোরের শুরু! আইসিসি প্রতিযোগিতায় এবার সমান পুরস্কারমূল্য নারী ও পুরুষের

নতুন ভোরের শুরু, বললেন জয় শাহ।
Posted: 09:02 PM Jul 13, 2023Updated: 09:02 PM Jul 13, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইসিসি (ICC) টুর্নামেন্ট জিতলে পুরুষ ও মহিলাদের দল একই অর্থ পাবে। ডারবানে বসেছে আইসিসি-র বার্ষিক বৈঠক। সেখানেই স্থির হয়েছে, আইসিসি টুর্নামেন্ট জিতলে পুরুষ ও মহিলা দলের প্রাইজ মানি একই।

Advertisement

আইসিসি-র চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেছেন, ”ক্রিকেটের ইতিহাসে তাৎপর্যপূর্ণ মুহূর্ত এটি। আমি অত্যন্ত খুশি যে পুরুষ ও মহিলাদের দল আইসিসি-র ইভেন্টে এবার প্রাইজ মানি হিসেবে একই অর্থ পাবে।” তিনি আরও বলেন, ”২০১৭ সাল থেকে প্রতি বছর আমরা মহিলাদের ইভেন্টের প্রাইজ মানি বাড়িয়ে এসেছি। উদ্দেশ্য ছিল একটাই। মহিলাদের বিশ্বকাপ জয় এবং পুরুষদের বিশ্বকাপ জয়ের আর্থিক পুরস্কার এক হবে।এখন থেকে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সমান পুরস্কার মূল্য দেওয়া হবে।” ২০২০ ও ২০২৩ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী মহিলাদের দল প্রাইজমানি হিসেবে পেয়েছে ১ মিলিয়ন ডলার। রানার্সআপ দল পেয়েছে ৫ লাখ ডলার। যা ২০১৮ বিশ্বকাপে দেওয়া প্রাইজমানির প্রায় পাঁচ গুণ।

[আরও পড়ুন: সংকটে ওয়ানডে ক্রিকেট, ২০২৭ বিশ্বকাপের পরই বন্ধ হতে পারে দ্বিপাক্ষিক সিরিজ! পরামর্শ MCC’র]

২০২২ সালের আইসিসি-র মহিলাদের বিশ্বকাপের প্রাইজ মানি ২ মিলিয়ন ডলার থেকে ৩.৫ মিলিয়ন ডলার হয়েছে।

 

আইসিসির এই ঘোষণার পরেই জয় শাহ টুইট করেন, ”নতুন ভোরের শুরু। এই যুগে ছেলে এবং মেয়েরা সমান। আইসিসির এই সিদ্ধান্ত সেই দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল।” গত বছরই ভারতীয় ক্রিকেট বোর্ড ঘোষণা করেছিল যে ছেলে এবং মেয়েদের সমান ম্যাচ ফি দেওয়া হবে। এবার আইসিসি জানিয়ে দিল পুরুষ ও মহিলারা সমান আর্থিক পুরস্কার পাবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement