shono
Advertisement

বিশ্বকাপের সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ! দলের শক্তি, দুর্বলতা কী?

সেমিফাইনালের ধারেকাছে যাওয়ার মতো শক্তি আছে বাংলাদেশের? দেখুন টিম প্রোফাইল।
Posted: 04:30 PM Oct 01, 2023Updated: 04:30 PM Oct 01, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে আর কয়েকটা দিন। তার পরই বিশ্বজয়ের লক্ষ্যে মহাযুদ্ধে (ICC Cricket World Cup) নেমে পড়বে ১০টি দেশ। কোন দলের কী শক্তি, দুর্বলতাই বা কী? বিশ্বযুদ্ধের আগে আতসকাচের নিচে ফেলে দেখে নেওয়া যাক সব দলের টিম প্রোফাইল। আজ আলোচনা বাংলাদেশ (Bangladesh Cricket Team) নিয়ে। ভারতের মাটিতে বাংলাদেশিরা এবার সেমিফাইনাল খেলার স্বপ্নে মশগুল। কিন্তু তাঁদের দলে সেই শক্তি আছে কি?

Advertisement

প্রথমেই নজর রাখা যাক বাংলাদেশের গোটা দলের দিকে:
শাকিব-আল-হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (সহ অধিনায়ক), তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মেহেদি হাসান, তানজিদ হাসান, তানজিম হাসান ও মাহমুদউল্লাহ

[আরও পড়ুন: ‘আমার গা সওয়া হয়ে গিয়েছে!’, বিশ্বকাপ থেকে বাদ গিয়ে চাহালের বিস্ফোরণ]

শক্তি:
চলতি বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তাঁদের স্পিন বোলিং। শাকিব ছাড়াও দলে দুজন বিশেষজ্ঞ স্পিনার রয়েছেন। সেই সঙ্গে রয়েছেন মেহেদি হাসান মিরাজ এবং মাহমুদউল্লাহরা। বাংলাদেশ দলে অন্তত ৪-৫ জন অলরাউন্ডার আছেন, যারা প্রথম একাদশে খেলার মতো। সাম্প্রতিক অতীতে বাংলাদেশের পেস বোলিং বিভাগও শক্তিশালী হয়েছে।

দুর্বলতা:
বোলিং যদি বাংলার টাইগারদের শক্তি হয়, তাহলে ব্যাটিং বাংলাদেশের দুর্বলতা। বাংলাদেশ দলে একজন ব্যাটারেরও ওয়ানডে ক্রিকেটে গড় চল্লিশের উপরে নয়। তামিম ইকবালকে বাদ দেওয়ায় বাংলাদেশের টপ অর্ডারে অভিজ্ঞতার অভাব চোখে পড়ছে। টাইগারদের ব্যাটিং পুরোপুরি নির্ভর করছে মিরাজ, শাকিব এবং মুশফিকুর কেমন ব্যাট করছেন তার উপর।

[আরও পড়ুন: সোনা হাতছাড়া হলেও রুপো পেয়ে ইতিহাস গড়লেন অদিতি অশোক]

এক্স ফ্যাক্টর:
বাংলাদেশ দলের এক্স ফ্যাক্টর অবশ্যই শাকিব আল হাসান। ২০১৯ বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। প্রথম কোনও বাংলাদেশি ব্যাটার হিসাবে এক বিশ্বকাপে ৬০০ রান করার নজির রয়েছে শাকিবের নামের পাশে। শাকিব ছাড়াও মেহেদি হাসান মিরাজ গুরুত্বপূর্ণ হতে পারেন।
সম্ভাব্য একাদশ:
নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, শাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মহম্মদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মাহেদি হাসান/শরিফুল ইসলাম, নাসুম আহমেদ/তানজিদ হাসান, তাস্কিন আহমেদ, মুস্তাফিজুর রহমান

সম্ভাবনা:
বাংলাদেশ ক্রিকেট দল এবার বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখছে। তবে বিশ্বকাপের আগেই দল যেভাবে বিতর্কে জড়িয়েছে, তাতে সেই সম্ভাবনা দুরূহ বলে মনে হচ্ছে। যদিও ভারতীয় পিচে বাংলাদেশের স্লো বোলার এবং স্পিনাররা উপযোগী হতে পারেন। ব্যাটাররা যদি মোটামুটি ভাল পারফর্ম করতে পারেন, তাহলে যে কোনও দলকে হারানোর ক্ষমতা রাখে বাংলার টাইগাররা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement