shono
Advertisement

ICC ODI World Cup 2023: তিন স্পিনারের দাপটের সঙ্গে রোহিতের দুরন্ত অধিনায়কত্ব, অস্ট্রেলিয়া ১৯৯ রানে অল আউট

তিন স্পিনারের জালে বিদ্ধ অস্ট্রেলিয়া।
Posted: 05:59 PM Oct 08, 2023Updated: 05:59 PM Oct 08, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন স্পিনার নিয়ে মাঠে নামার ছক পুরোপুরি সফল। চিপকের (Chepauk Stadium) লাল মাটির পিচ বরাবর টার্নার হয়। এবারের বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) এম এ চিদাম্বরম স্টেডিয়ামের (MA Chidambaram Stadium) পিচের রঙ অবশ্য কালচে। সেই বাইশ গজে দাপট দেখাল টিম ইন্ডিয়ার (Team India) বোলিং বিভাগ। সৌজন্যে রোহিত শর্মার (Rohit Sharma) দুরন্ত অধিনায়কত্ব। এর পর মাঠে নেমে রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin), রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ও কুলদীপ যাদব (Kuldeep Yadav) অধিনায়কের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে অস্ট্রেলিয়ার (Australia) ব্যাটারদের ক্লাবস্তরে নামিয়ে আনলেন।

Advertisement

ফলে কাপ যুদ্ধের প্রথম ম্যাচেই দাপট দেখাল ভারতের বোলিং বিভাগ। কারণ অজিদের ইনিংস যে নির্ধারিত ৫০ ওভারে মাত্র ১৯৯ রানে শেষ হয়ে যায়। জাদেজা ২৮ রানে ৩ ও কুলদীপ ৪২ রানে ২ উইকেট নিয়েছেন। জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) নিলেন ৩৪ রানে ২ উইকেট। অশ্বিনের ঝুলিতে এল ৩৪ রানে ১ উইকেট। 

[আরও পড়ুন: নিরাপত্তা ভেঙে ফের মাঠে ঢুকে বিরাটকে জড়িয়ে ধরলেন প্র্যাঙ্কস্টার জার্ভো 69! এর পর কী হল?]

রোহিতের সঙ্গে আলোচনায় ব্যস্ত অশ্বিন। ছবি: টুইটার

তিন স্পিনার বাইশ গজে ম্যাজিক দেখালেও, শুরুটা করেছিলেন বুমরাহ। ৩.২ ওভারের মাথায় তাঁর বাইরে যাওয়া ডেলিভারিতে খোঁচা দেন মিচেল মার্শ। প্রথম স্লিপে থাকা বিরাট কোহলি (Virat Kohli) বাঁদিকে উড়ে দুরন্ত ক্যাচ ধরেন। ৫ রানে প্রথম উইকেট হারায় অজিরা। এর পর অবশ্য লড়াই শুরু করেন ডেভিড ওয়ার্নার (David Warner) ও স্টিভ স্মিথ (Steve Smith)। দুই অভিজ্ঞ ব্যাটার দ্বিতীয় উইকেটে যোগ করেন ৬৯ রান যোগ করেন। কঠিন উইকেটে দুজন লড়াই করলেও, বড় রানের আশায় ছিল অজি শিবির। নিজের বলে ওয়ার্নারের (৪১) ক্যাচ নিয়ে ভারতকে দ্বিতীয় সাফল্য এনে দেন কুলদীপ। ৭৪ রানে ২ উইকেট হারায় অস্ট্রেলিয়া। এর পর দলের রান যখন ১১০, ঠিক সেই সময় বাইশ গজে স্পিন ম্যাজিক দেখাতে শুরু করে দেন জাদেজা। হাতে বল নিয়ে ফিরিয়ে দেন ফর্মে থাকা স্টিভ স্মিথকে (৪৬)। তাঁর স্পিনের জালে ফিরে যান মার্নাস লাবুশানে ও অ্যালেক্স ক্যারি।  

বিশ্বকাপের মঞ্চেও সফল হচ্ছেন কুলদীপ যাদব। ছবি: টুইটার

ব্যস, এর পর অজিদের মিডল অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়ে। দুই স্পিনার কুলদীপ ও জাদেজা উইকেট তুলে নিলেও, অশ্বিন থেমে থাকার পাত্র নন। আগাগোড়া চেনা পিচ থেকে সাহায্য পাচ্ছিলেন। তাঁর বিরুদ্ধে রান পেতে অজি ব্যাটারদের সমস্যা হচ্ছিল। কিন্তু উইকেট পাচ্ছিলেন না অভিজ্ঞ অফ স্পিনার। সেটাও পেলেন। কয়েক মাস আগে ভারত সফরে এসে দারুণ পারফর্ম করেছিলেন ক্যামেরুন গ্রিন। কাপ যুদ্ধের মঞ্চে অবশ্য অজি অলরাউন্ডার অশ্বিনের অভিজ্ঞতার কাছে দাঁড়াতেই পারলেন না। 

অবশ্য গ্রিন আউট হওয়ার আগে বিপক্ষ ব্যাটিংকে কাঁপিয়ে দিয়েছিলেন কুলদীপ। ওয়ার্নারকে ফিরিয়ে তাঁর আত্মবিশ্বাস তুঙ্গে ছিল। এবার তাঁর শিকার হলেন গ্লেন ম্যাক্সওয়েল। তাঁকে বোল্ড করতেই অজি শিবিরের বড় রান তোলার আশা জলে চলে যায়। ফলে বাইশ গজে দাপট বজায় রেখে অজিদের ১৯৯ রানে অল আউট করে দিল ভারত। ফলে ২০০ রান করলেই কাপ যুদ্ধের অভিযান জয় দিয়ে শুরু করবে ‘মেন ইন ব্লু’ ব্রিগেড। 

[আরও পড়ুন: চিপকের মেগা ম্যাচে কোন রেকর্ড গড়লেন বিরাট কোহলি-ডেভিড ওয়ার্নার?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement