সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) কি সৌভাগ্যবান! নাকি যোগ্য ক্রিকেটার হিসেবেই টিম ইন্ডিয়ার (Team India) বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) দলে সুযোগ পেয়েছেন! সেটা নিয়ে আলোচনার শেষ নেই। আর এবার এমন স্পর্শকাতর ইস্যুর মধ্যে ঢুকে পড়লেন লক্ষ্মণ শিবরামকৃষ্ণন (Laxman Sivaramakrishnan)। অশ্বিনকে সোশাল মিডিয়াতে আক্রমণ করতে গিয়ে অহেতুক বিতর্কে জড়ালেন প্রাক্তন লেগ স্পিনার। এবং পরবর্তী সময় শিবরামকৃষ্ণন আবার দাবি করেছেন, তাঁকে নাকি অশ্বিন ফোন করেছিলেন। এবং সব সমস্যা মিটে গিয়েছে! যদিও এই ইস্যু নিয়ে অশ্বিন কোনও মন্তব্য করেননি।
কিন্তু কীভাবে শুরু হল এই বিতর্ক আসুন দেখে নেওয়া যাক।
৫৭ বছর বয়সী শিবরামকৃষ্ণন বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন। বিশ্বকাপে ধারাভাষ্যকারদের তালিকায় অবশ্য তাঁর নাম নেই। সোশাল মিডিয়াতে সমালোচনার শুরুটা তিনি করেছিলেন বিশ্বকাপে ধারাভাষ্য প্যানেলে কোনও প্রাক্তন স্পিনারকে না রাখা নিয়ে। লিখেছিলেন, ‘ধারাভাষ্য প্যানেলে একজনও প্রকৃত স্পিনার নেই। এটা দুঃখজনক।’
[আরও পড়ুন: কাপ-উদ্বোধনী অনুষ্ঠানে চমকের নাম আশা, ক্যাপ্টেন্স মিট নিয়েও রয়েছে অভিনব পরিকল্পনা]
শিবরামকৃষ্ণনের সেই টুইটের পরক্ষণেই একজন ভুল ধরিয়ে দিয়েছিলেন। তাঁকে উদ্দেশ করে লেখা হয়, ‘ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন লেগ স্পিনার স্যামুয়েল বদ্রি আছেন বিশ্বকাপের ধারাভাষ্যকারদের তালিকায়।’ শিবরামকৃষ্ণন তখন লেখেন, ‘ওয়েস্ট ইন্ডিজ তো বিশ্বকাপেই নেই, অথচ সে প্রতিনিধিত্ব করছে কোন যুক্তিতে?’
এর পরই অশ্বিনের সমালোচনা শুরু করে দেন শিবরামকৃষ্ণন। অশ্বিনকে বিঁধে তিনি লিখেছিলেন, ‘স্পিনারদের বিরুদ্ধে বর্তমান ব্যাটারদের লড়াই করতে হয়। তাই ঘরের মাঠে টেস্টে সাফল্য পাওয়ার জন্য ভারতের পিচগুলো অশ্বিনের মনের মতো তৈরি করা হয়। যদিও দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ায় ওর রেকর্ড খুব খারাপ।’
শিবরামকৃষ্ণন আরও লিখেছিলেন, ‘ভারতের স্পিন সহায়ক পিচে উইকেট পেতে বুদ্ধিমান হতে হয় না। যে কোনও নির্বোধই উইকেট পেতে পারে। অশ্বিন বিমানবন্দর থেকে সরাসরি মাঠে যায়! গ্রাউন্ড স্টাফকে বলে পিচের কোন জায়গাগুলো ওর মতো করে তৈরি করতে হবে! এমন কাণ্ড আমি নিজ চোখে কয়েকবার দেখেছি।’ এমনকি অশ্বিনকে ‘আনফিট’ ও ফিল্ডার হিসেবে ‘দলের বোঝা’ বলে উল্লেখ করে তাঁর বোলিং অ্যাকশন নিয়েও প্রশ্ন তুলেছেন প্রাক্তন লেগ স্পিনার।
[আরও পড়ুন: অশ্বিনকে সামলাতে অজি শিবিরে ‘নকল’ অশ্বিনের ডাক! প্রস্তাব ফিরিয়ে দিলেন মহেশ পিথিয়া]
শিবরামকৃষ্ণনের এমন একাধিক পোস্টের তীব্র প্রতিবাদ জানান অশ্বিন–ভক্তরা। পরিসংখ্যান তুলে দেখান, অশ্বিনের সাফল্য প্রাক্তন স্পিনার শিবরামকৃষ্ণনের থেকে অনেক ভালো। এক নেটিজেন লিখেছিলেন, ‘অশ্বিন ২০১১ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য। কেরিয়ারে তৃতীয় বিশ্বকাপ খেলতে নামছেন। সেদিকে শিবরামকৃষ্ণন শুধু ১৯৮৭ বিশ্বকাপে দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। অশ্বিনের আন্তর্জাতিক কেরিয়ারও বেশ সমৃদ্ধ। শিবরামকৃষ্ণন ভারতের হয়ে টেস্ট ও ওয়ানডে মিলিয়ে মাত্র ২৫টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। সেখানে অশ্বিন তিন ফরম্যাট মিলিয়ে এখনও পর্যন্ত মিলিয়ে ২৭৪টি ম্যাচ খেলে ফেলেছেন । দেশের হয়ে অশ্বিনের উইকেট ৭১৬টি। সেখানে শিবরামকৃষ্ণন পেয়েছিলেন মাত্র ৪১টি উইকেট।’
শিবরামকৃষ্ণন এই ইস্যু নিয়ে অনেক মন্তব্য করলেও, অশ্বিন মুখ খোলেননি। যদিও প্রাক্তন স্পিনার পরে দাবি জানিয়ে ফের টুইট করেছিলেন। শিবরামকৃষ্ণন ফের টুইটারে লিখেছিলেন, ‘বোলিং অ্যাকশন নিয়ে কথা বলতে রবি অশ্বিন আমাকে ফোন করেছিল। আমাদের মধ্যে স্পিন বোলিং নিয়ে দারুণ আলোচনা হল। যারা আমাকে ট্রোল করেছে, তাদের ব্যবহারে আমি অবাক হয়েছি। অশ্বিনও আমার মতোই অবাক হয়েছে। এবং আমাকে স্পষ্ট ভাবে জানিয়েছে যে জড়িত ব্যক্তিদের সঙ্গে ওর কোনও সম্পর্ক নেই।’
শিবরামকৃষ্ণন কেমন বিতর্ক তৈরি করলেন, সেটা ভেবে অনেকেই অবাক হয়েছেন। যদিও অশ্বিনের কোনও মন্তব্য পাওয়া যায়নি। কারণ তিনি এই মুহূর্তে বিশ্বকাপে নিজেকে মেলে ধরার জন্যই মুখিয়ে আছেন। ২০২১ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে শেষ মুহূর্তে ঢুকে পড়েছিলেন। ঘরের মাঠে বিশ্বকাপেও সেই ঘটনার পুনরাবৃত্তি হল। এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে খেলার সময় বাঁহাতে চোট পেয়েছিলেন অক্ষর প্যাটেল। এর পর তিনি বিশ্বকাপের আগে ফিট হতে পারেননি। তাই তাঁর জায়গায় ভারতীয় দলে সুযোগ পেয়েছেন এই অভিজ্ঞ অফ স্পিনার।