shono
Advertisement

ICC ODI World Cup 2023: কাপ যুদ্ধের আগে লক্ষ্মীলাভ, বাবর আজম-শাহিনদের ঝুলিতে এল কত টাকা?

বিশ্বকাপ জিততে মরিয়া পাকিস্তান।
Posted: 02:32 PM Sep 28, 2023Updated: 03:49 PM Sep 28, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লক্ষ্য ১৯৯২ সালের বিশ্বকাপ (ICC ODI World Cup 1992) জয়ের স্মৃতি ফিরিয়ে আনা। আর তাই সময় নষ্ট না করে ভারতের (India) মাটিতে পা দিয়েই অনুশীলনে নেমে পড়েছে পাকিস্তান (Pakistan)। হায়দরাবাদের (Hyderabad) রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে (Rajiv Gandhi International Stadium) ২৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে পাক দল। এর আগে বাবর আজম (Babar Azam)-শাহিন শাহ আফ্রিদিদের (Shaheen Shah Afridi) জন্য দারুণ খবর। গত কয়েক মাস ধরে পিসিবি-র (PCB) সঙ্গে লড়াইয়ের পর শেষ পর্যন্ত মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)-হ্যারিস রউফদের (Haris Rauf) বেতন বাড়ল।

Advertisement

পাক ক্রিকেটারদের মধ্যে ক্যাটাগরি এ-তে রয়েছেন বাবর, রিজওয়ান ও শাহিন। ২০০ শতাংশ বেতন বৃদ্ধি হয়েছে পাক অধিনায়কের। সম পরিমাণ অর্থ বৃদ্ধি হয়েছে উইকেটকিপার রিজওয়ান এবং শাহিনের। তিন ক্রিকেটার প্রতি মাসে ১৩ লক্ষ টাকা, অর্থাৎ বছরে ১ কোটি ৫২ লক্ষ টাকা করে পাবেন।

 

ক্যাটাগরি এ-এর বেতন বেড়েছে ২০২ শতাংশ। ক্যাটেগরি বি-র বেতন বেড়েছে ১৪৪ শতাংশ। ক্যাটেগরি সি-তে থাকা ক্রিকেটারদের বেতন বেড়েছে ১৩৫ শতাংশ ও ক্যাটেগরি ডি-তে থাকা ক্রিকেটারদের বেতন বেড়েছে ১২৭ শতাংশ।

ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে টেস্ট ম্যাচের ফি ৫০ শতাংশ, ওয়ান ডে ম্যাচের ফি ২৫ শতাংশ ও টি-টোয়েন্টি ম্যাচের ফি ১২.৫ শতাংশ বাড়ানো হয়েছে।

 

শেষবার ২০১৬ সালে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসেছিল পাকিস্তান। এর দীর্ঘ সাত বছর পর ফের চিরপ্রতিদ্বন্দ্বী দেশে পা রাখল ‘সবুজ বাহিনী’। পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত সোমবার দুবাই যাওয়ার কথা ছিল পাকিস্তানের। সেখানে দুদিন থাকার পরে ভারতে আসার কথা ছিল বাবরদের। কিন্তু ভারতের ভিসা পেতে বিলম্ব হওয়ায় পরিকল্পনা বদলাতে বাধ্য হয় পাক দল। সোমবারের পরিবর্তে বুধবার রাতের দিকে সোজা দুবাই হয়ে ভারতে চলে আসেন বাবররা। আর নিজামের শহরে পা রেখেই উষ্ণ অভ্যর্থনা পেয়ে আপ্লুত পাক তারকারা। প্রতিবেশী দেশের ক্রিকেটারদের এক ঝলক দেখার জন্য,তাঁদের স্বাগত জানানোর জন্য রাতের দিকে হায়দরাবাদ বিমানবন্দরে ছিল উপচে পড়া ভিড়।

পাক ক্রিকেটরদের মোট চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে…

ক্যাটাগরি এ – বাবর আজম, মহম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি।
ক্যাটাগরি বি – ফখর জমান, হ্যারিস রউফ, ইমাম উল হক, মহম্মদ নওয়াজ, নাসিম শাহ ও শাদাব খান।
ক্যাটাগরি সি – ইমাদ ওয়াসিম ও আবদুল্লা শফিক।
ক্যাটাগরি ডি – ফাহিম আশরফ, হাসান আলি, ইফতিখার আহমেদ, ইহশানুল্লা, মহম্মদ হ্যারিস, মহম্মদ ওয়াসিম জুনিয়র, সাইম আয়ুব, সলমন আঘা, সরফরাজ আহমেদ, সাউদ শাকিল, শাহনওয়াজ দাহানি, শান মাসুদ, উসামা মির ও জামান খান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement