সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসানকে (Shakib Al Hasan) একহাত নিলেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার (Shoaib Akhtar)। শ্রীলঙ্কার সিনিয়র ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউজকে টাইমড আউট করেন শাকিব। তা নিয়ে বিতর্ক তুঙ্গে। শোয়েব এক্স হ্যান্ডলে লেখেন, ”শাকিব যা করেছে, তা ক্রিকেটের স্পিরিটের পরিপন্থী। নিয়মের বইতে রয়েছে আমি জানি কিন্তু আগে কেউ এ নিয়ে আবেদন করেনি। শাকিব এড়িয়ে যেতেই পারত।”
[আরও পড়ুন:‘আমার কাছে আরও পাঁচ সেকেন্ড সময় ছিল!’ শাকিবের বাংলাদেশ ছাড়া আর কার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন ম্যাথিউজ?]
টাইমড আউট বিতর্ক গড়ায় বহুদূর। অ্যাঞ্জেলো ম্যাথিউজ সাংবাদিক বৈঠকে বিস্ফোরণ ঘটান। বাংলাদেশ ক্রিকেট এবং শাকিব আল হাসানকে তীব্র সমালোচনা করেছেন। দুই দলের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে করমর্দন পর্যন্ত করেননি ম্যাচের শেষে।
অ্যাঞ্জেলো ম্যাথিউজ বলেছেন, তাঁর কাছে ভিডিও ফুটেজ রয়েছে। আম্পায়ারদের ছাড়েননি ম্যাথিউজ। একাধিক বার ‘কমন সেন্স’ শব্দটা ব্যবহার করেছেন ম্যাথিউজ প্রেস কনাফারেন্সে। খেলা হয়ে গেলেও ‘টাইমড আউট’ বিতর্কে উত্তাল বিশ্বক্রিকেট।