shono
Advertisement

বাংলাদেশ শিবিরে স্বস্তি, রশিদ খানদের বিরুদ্ধে খেলবেন ১০০ শতাংশ ফিট শাকিব

ফিট হয়েই মাঠে নামবেন শাকিব।
Posted: 04:55 PM Oct 02, 2023Updated: 04:55 PM Oct 02, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) শুরু হওয়ার আগে থেকেই তামিম ইকবাল (Tamim Iqbal) বনাম শাকিব আল হাসান (Shakib Al Hasan) দ্বন্দ্বে উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ ক্রিকেট (Bangladesh)। এরমধ্যে আবার প্রথম প্রস্তুতি ম্যাচের আগে টাইগার্সদের জন্য খারাপ খবর শোনা গিয়েছিল। অনুশীলনে বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন দলের অধিনায়ক। তবে বাংলাদেশের জন্য সুখবর। আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে নামার আগে পুরো ফিট দলের অধিনায়ক। সোমবার ইংল্যান্ডের (England) বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে নামার আগে শাকিবের ব্যাপারে এমনই বার্তা দিলেন নাজমুল হোসেন শান্ত।

Advertisement

টস করার সময় নাজমুল হোসেন শান্ত বলেন, “শাকিব শতভাগ ফিট আছেন। প্রথম ম্যাচ খেলার জন্য তিনি প্রস্তুত।” শ্রীলঙ্কার পর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও টস করতে নামেননি বাংলাদেশ দলের অধিনায়ক। শ্রীলঙ্কা ম্যাচের আগে অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন তিনি। যে কারণে লঙ্কানদের বিরুদ্ধে খেলেননি তিনি। ছিলেন বিশ্রামে।

[আরও পড়ুন: ‘নেট বোলার’ হিসাবে বিরাটকে বোলিং করার অভিজ্ঞতা কেমন ছিল? অকপটে জানালেন হ্যারিস রউফ]

ইংল্যান্ডের বিরুদ্ধেও শাকিবকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে গুঞ্জন ছিল, বিশ্বকাপ শুরুর ম্যাচে তাঁর সার্ভিস পাওয়া নিয়ে। আপাতত স্বস্তির খবর, শতভাগ ফিট আছেন শাকিব। ইংল্যান্ডের বিরুদ্ধে টস করতে নেমে সেটা জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত। আগামী ৭ অক্টোবর রশিদ খানদের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ।

[আরও পড়ুন: শুরু হল পথচলা, সন্দীপ পাটিলের উপস্থিতিতে শ্রাচি গ্রুপের সঙ্গে গাঁটছড়া ইস্টবেঙ্গল ক্রিকেট দলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement