shono
Advertisement

IND vs AUS: প্রথম একদিনের ম্যাচে নেই স্টার্ক-ম্যাক্সওয়েল, চোট নাকি প্যাট কামিন্সের মাইন্ড গেম? জানতে পড়ুন

ষষ্ঠবার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে অস্ট্রেলিয়া।
Posted: 05:03 PM Sep 21, 2023Updated: 05:03 PM Sep 21, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে আর মাত্র কয়েক ঘন্টা। তারপরেই মোহালির বাইশ গজে প্রথম একদিনের ম্যাচে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া (IND vs AUS)। এর আগে কে এল রাহুল (KL Rahul)-শুভমান গিলদের (Shubman Gill) জন্য সুখবর। চোট সারেনি। তাই মোহালির বাইশ গজে নামতে পারবেন না মিচেল স্টার্ক (Mitchell Starc)-গ্লেন ম্যাক্সওয়েল (Gleen Maxwell)। বৃহস্পতিবার অর্থাৎ ২১ সেপ্টেম্বর সেটা সাংবাদিক বৈঠকে এসে জানিয়ে দিলেন প্যাট কামিন্স (Pat Cummins)।

Advertisement

এখানে জানিয়ে রাখা ভালো স্টার্ক-ম্যাক্সওয়েলের পাশাপাশি স্টিভ স্মিথ (Steve Smith) ও অজি অধিনায়ক চোটের জন্য কয়েক দিন আগে শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে খেলেননি।

[আরও পড়ুন: কবে, কোথায় দেখবেন বাইশ গজে কে এল রাহুল-প্যাট কামিন্সদের লড়াই?]

ম্যাচের সাংবাদিক বৈঠকে এসেছিলেন প্যাট কামিন্স। সেখানে স্টার্ক ও ম্যাড ম্যাক্সের খেলা নিয়ে প্রশ্ন তোলা হলে তিনি বলেন, “আমরা অনেকেই চোট সারিয়ে ভারতে পা রেখেছি। যেমন আমার ডান হাতের কব্জির অবস্থা এখন আগের থেকে অনেক ভালো। একদম ১০০ শতাংশ ঠিক অবস্থায় আছে। তাই আমি তিনটি ম্যাচেই খেলব। তবে স্টার্ককে প্রথম ম্যাচ খেলতে দেখা যাবে না। বাকি দুটি ম্যাচে ওকে দেখা যাবে কিনা সেটা দেখতে চাই। স্টার্ক ফিট হওয়ার পর সিডনিতে বোলিং অনুশীলন করেছে। একই অবস্থা ম্যাক্সওয়েলের। চোট সারলেও ম্যাক্সওয়েলকে বিশ্রাম দিতে চাই।”

তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলের কাছে এই সিরিজটা আরও গুরুত্বপূর্ণ। কারণ আগামী ৮ অক্টোবর চেন্নাইয়ের বাইশ গজে ভারতের বিরুদ্ধে কাপ যুদ্ধের অভিযান শুরু করবে অজিবাহিনী। সেটা মাথায় রেখে প্যাট কামিন্স ফের যোগ করেছেন, “হ্যাঁ আমাদের কাছে এই তিনটি একদিনের ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করব। সেইজন্য আবহাওয়ার ও পিচ মানিয়ে নেওয়া খুব জরুরি।”

বিশ্বকাপের জন্য ১৫ জনের দল বাছা হলেও, কয়েক দিন আগেই ১৮ জনের দল নিয়ে ভারতে পা রেখেছে অস্ট্রেলিয়া। মোহালিতে না খেললেও স্টার্ক কিন্তু দলের সঙ্গে অনুশীলন করেছেন। একই অবস্থা স্টিভ স্মিথের ক্ষেত্রেও। আধা ফিট হলেও তিনি জশপ্রীত বুমরাহ-মহম্মদ সিরাজদের বুঝে নেওয়ার জন্য তিনিও প্রায় দুই ঘন্টা নেটে ব্যাট করেছেন।

[আরও পড়ুন: ‘১৯-এর রোহিত হতে পারবেন শুভমান? তরুণ ওপেনারের উপর ভরসা রাখছেন সুরেশ রায়না]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement