সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেপটাউনের বাউন্সে ভরা পিচে আরও একবার মুখ থুবড়ে পড়ল দক্ষিণ আফ্রিকার (South Africa) ব্যাটিং। সতীর্থদের ব্যর্থতার দিনে একাই লড়াই করলেন এইডেন মার্করাম (Aiden Markram)। জশপ্রীত বুমরাহর (Jasprit Bumrah) আগুনে পেস সামলে আগ্রাসী মেজাজে পালটা শতরান করেছিলেন মার্করাম। তবুও বুমরাহর সঙ্গে মহম্মদ সিরাজের (Mohammad Siraj) দাপটে মাত্র ৬৪২ বলেই শেষ হয়ে গেল সিরিজের দ্বিতীয় টেস্ট। যা পাঁচদিনের ক্রিকেটের ইতিহাসে সংক্ষিপ্ততম টেস্ট হিসেবে আখ্যা পেল। একনজরে দেখে নিন সেরা ১০ সংক্ষিপ্ততম টেস্ট।
ভারত-দক্ষিণ আফ্রিকা কেপটাউন টেস্ট ভেঙে দেয় ৯২ বছর আগের বিশ্বরেকর্ড। এতদিন বল সংখ্যার নিরিখে ফলাফল নির্ধারিত হওয়া সব থেকে ছোট টেস্ট ম্যাচ খেলা হয়েছিল ১৯৩২ সালে মেলবোর্নে। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে সেই টেস্ট ম্যাচে খেলা হয় সাকুল্যে ৬৫৬টি বল। সেই ম্যাচে ১ ইনিংস ও ৭২ রানে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে অস্ট্রেলিয়া।
[আরও পড়ুন: দেড় দিনে শেষ কেপটাউন টেস্ট! প্রোটিয়াদের গুঁড়িয়ে সমতা ফেরাল টিম ইন্ডিয়া]
বল সংখ্যার নিরিখে ফলাফল নির্ধারিত হওয়া সব থেকে ছোট টেস্ট:-
১) দক্ষিণ আফ্রিকা বনাম ভারত, কেপটাউন টেস্ট (২০২৪): ৬৪২ বল।
২) অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা, মেলবোর্ন টেস্ট (১৯৩২): ৬৫৬ বল।
৩) ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড, ব্রিজটাউন টেস্ট (১৯৩৫): ৬৭২ বল।
৪) ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, লর্ডস টেস্ট (১৮৮৮): ৭৯২ বল।
৫) ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, ম্যাঞ্চেস্টার টেস্ট (১৮৮৮): ৭৮৮ বল।
৬) দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড, কেপটাউন টেস্ট (১৮৮৯), ৭৯৬ বল।
৭) ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, দ্য ওভাল টেস্ট (১৯১২), ৮১৫ বল।
৮) ভারত বনাম ইংল্যান্ড, আহমেদাবাদ টেস্ট (২০২১), ৮৪২ বল।
৯) অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড, ওয়েলিংটন টেস্ট (১৯৪৬), ৮৭২ বল।
১০) দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড, সেঞ্চুরিয়ন টেস্ট (২০০০), ৮৮৩ বল।