shono
Advertisement

Breaking News

রাবাদাদের বিরুদ্ধে নামার আগে রোহিতকে কোন বার্তা দিলেন গাভাসকর?

রোহিতের ব্যাট থেকে বড় রান আসবে?
Posted: 11:47 AM Dec 25, 2023Updated: 11:47 AM Dec 25, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের (ICC World Cup 2023) ফাইনালে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে হারের ক্ষত এখনও সারেনি। তবে এরইমধ্যে শুরু হয়ে যাচ্ছে নতুন লড়াই। বক্সিং ডে টেস্টে এবার টিম ইন্ডিয়ার (Team India) প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা (South Africa)। আর তাই নিজেকে ঝালিয়ে নিতে কাপযুদ্ধের পর এই প্রথমবার ব্যাট হাতে নেমে পড়লেন রোহিত শর্মা (Rohit Sharma)। লাল বলের ক্রিকেটে নামার আগে এহেন হিটম্যানকে বড় বার্তা দিলেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। সানির পেপটক, প্রোটিয়াদের দেশে প্রথমবার টেস্ট সিরিজ জিতে ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেলার সুযোগ যেন রোহিত হাতছাড়া না করেন। এবং একইসঙ্গে রোহিতের প্রতি ভারতের প্রাক্তন অধিনায়কের আরও বার্তা, তিনি যেন মারকুটে মানসিকতা থেকে বেরিয়ে আসেন।

Advertisement

গাভাসকর বলেন,”সবার আগে রোহিতকে বুঝতে হবে যে এটা টেস্ট ক্রিকেট। সেই মানসিকতা নিয়েই মাঠে নামা উচিত। গত কয়েক মাস লাগাতার একদিনের ক্রিকেট খেলার জন্য রোহিতের রান করার ভঙ্গিমা অন্যরকম ছিল। পাওয়ার প্লে-র মধ্যে দ্রুত রান তোলার জন্য রোহিত প্রথম বল থেকেই মারকুটে মেজাজে ছিল। তবে এটা টেস্ট ক্রিকেট। এখানে শুরু থেকে আগ্রাসী মেজাজ না নিলেও চলবে। রোহিতের মতো ব্যাটার প্রায় সারাদিন খেলতে পারলে সেটা ভারতের কাছে বাড়তি সুবিধা হবে। ওম যদি দিনের বেশি সময় ব্যাট করতে পারে, তাহলে রোহিতের পক্ষে ১৫০ রান করা কোনও ব্যাপার নয়। সেটা হলে ভারতও ৩০০ থেকে ৩৫০ রান তুলে ফেলতে পারে।”

[আরও পড়ুন: ভারতের কোন শহরে বসতে পারে অলিম্পিক গেমসের আসর? অকপটে জানালেন অমিত শাহ]

এদিকে দক্ষিণ আফ্রিকার মাটিতে কিন্তু রোহিত একেবারেই নিজেকে মেলে ধরতে পারেননি। ২০১৩ থেকে ২০১৮, দুবার প্রোটিয়াদের দেশে গিয়ে ৪ টেস্টের ৮ ইনিংসে রোহিতের রান মাত্র ১২৩। সর্বাধিক ৪৭। গড় ১৫.৩৭। এহেন রোহিত কি এবার নিজের পরিসংখ্যান আরও ভালো করতে পারবেন? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে বক্সিং ডে টেস্ট। এর পর নতুন বছরের ৩ জানুয়ারি থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট। রোহিতের অধিনায়কত্বে এবার টিম ইন্ডিয়া ইতিহাস গড়তে পারে কিনা সেটাই দেখার।

১৯৯২-৯৩ মরশুম থেকে এখনও পর্যন্ত, দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই দেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতা তো অনেক দূরের কথা মাত্র ৪টি ম্যাচ জিতেছে ভারত। এরমধ্যে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে ২০০৬-০৭ মরশুমে প্রথমবার টেস্ট জিতেছিল টিম ইন্ডিয়া। ২০১১-১২ মরশুমে মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে ১-১ ফলাফলে সিরিজ শেষ করেছিল ভারত। এর পর দুবার বিরাটের অধিনায়কত্বে এসেছিল জোড়া জয়। ২০১৭-১৮ মরশুমে টেস্ট জেতার পর ২০২১-২২ সফরে ফের তাঁর নেতৃত্বে ফের টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল দল। এবার কি ভারতীয় দল ইতিহাস গড়তে পারবে? সময় বলবে।

[আরও পড়ুন: পেলে-নেইমারের ব্রাজিলকে সাসপেন্ড করার হুমকি দিল ফিফা! কিন্তু কেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement