shono
Advertisement

১১ বলে গেল ছয় উইকেট, দক্ষিণ আফ্রিকার পরে কেপটাউনে ব্যাটিং বিপর্যয় ভারতেরও

মাত্র ১৫৩ রানে গুটিয়ে গেল ভারতের ইনিংস।
Posted: 07:33 PM Jan 03, 2024Updated: 08:34 PM Jan 03, 2024

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৫৫ ( ভেরেনি ১৫, সিরাজ ৬/১৫)

Advertisement

ভারত প্রথম ইনিংস: ১৫৩ (বিরাট ৪৬, রোহিত ৩৯, লুনগি ৩/৩০, রাবাডা ৩/৩৮)

৯৮ রানে এগিয়ে ভারত।  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় ফের ব্যাটিং বিপর্যয় ভারতের। দ্বিতীয়  টেস্টেও মাত্র ১৫৩ রানে গুটিয়ে গেল ভারতীয় দলের ইনিংস। কেপটাউন টেস্টের প্রথম দিনেই পড়ল ২০ উইকেট। প্রথমে ব্যাট করে ৫৫ রানে শেষ হয়ে গিয়েছিল প্রোটিয়া ইনিংস। জবাবে মাত্র ১৫৩ রান ভারতের। স্রেফ ১১ বলের ব্যবধানে শেষ ছয়টি উইকেট হারিয়েছে ভারত। মাত্র ৯৮ রানের লিড রয়েছে রোহিত শর্মাদের হাতে। 

কেপটাউনে দ্বিতীয় টেস্টে (India vs South Africa) টসে জিতে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা। একাধিক লজ্জার নজির গড়ে মাত্র ৫৫ রানেই শেষ হয়ে যায় প্রোটিয়া ইনিংস। মহম্মদ সিরাজের আগুনে বোলিং সামলাতে পারেননি ব্যাটিং লাইন আপের কেউই। অধিনায়ক ডিন এলগার গত ম্যাচে শতরান করলেও এদিন ব্যর্থ হন। মাত্র ১৫ রানে ৬ উইকেট তুলে নিয়ে ভারতকে চালকের আসনে বসিয়ে দেন সিরাজ। 

[আরও পড়ুন: কেপটাউনে ‘রাম’ অবতারে কোহলি, ‘জয় সিয়া রাম’ বাজতেই তির ছুড়লেন বিরাট! ]

এক সেশনে দক্ষিণ আফ্রিকাকে গুটিয়ে দিয়ে ব্যাট করতে নামে ভারত। শুরুতেই যশস্বী জয়সওয়ালের উইকেট গেলেও বেশ সেট হয়ে গিয়েছিলেন রোহিত শর্মা ও শুভমান গিল। ৫০ রানেরও বেশি পার্টনারশিপ গড়ার পর ৩৯ রানে আউট হন রোহিত। সেখান থেকেই ধীরে ধীরে ম্যাচের রাশ নিজের হাতে নিতে থাকে দক্ষিণ আফ্রিকা। ৩৬ করে আউট হয়ে যান গিলও। 

তার পরে বিরাট কোহলি ছাড়া কোনও ভারতীয় ব্যাটারই দাঁড়াতে পারেননি প্রোটিয়া পেস অ্যাটাকের সামনে। মাত্র ১১ বলের ব্যবধানে শেষ ৬ উইকেট হারায় ভারত। গত ম্যাচে শতরান করা কে এল রাহুলও ব্যর্থ হন। ৪৬ রান করলেও কাগিসো রাবাডার শিকার হন বিরাট। দক্ষিণ আফ্রিকার তিন পেসার লুনগি এনগিডি, রাবাডা ও নান্দ্রে বার্গার- তিনজনেই তিনটি করে উইকেট নেন।  

[আরও পড়ুন: সিরাজ বিস্ফোরণের পিছনে কপিলের অবদান দেখছেন সানি, কিন্তু কেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement