সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রানের নিরিখে নিজেদের সবচেয়ে বড় ব্যবধানে টেস্ট জিতেছে ভারত (India Cricket Team)। তার পরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুইয়ে উঠে এল রোহিত ব্রিগেড। সরিয়ে দিল গতবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপজয়ী অস্ট্রেলিয়াকে।
পরপর দুটো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালে উঠেও ট্রফি আসেনি ভারতের ঘরে। তৃতীয়বার ফাইনালে উঠে খেতাব জিততে মরিয়া মেন ইন ব্লু। তবে অভিযানের শুরুটা একেবারেই মনের মতো হয়নি ভারতের। ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা সফরে মনের মত ফল হয়নি। ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধেও হারতে হয় প্রথম টেস্ট।
[আরও পড়ুন: ‘প্রবল মনের জোর বলেই চোটের পর ডবল সেঞ্চুরি করল’, যশস্বীর সাফল্যে গর্বিত ছোটবেলার কোচ]
প্রবল চাপে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় টেস্ট জিতে নেয় রোহিত ব্রিগেড। সেই ম্যাচ জিতে দ্বিতীয় স্থানে উঠে আসে ভারত। তবে পরের দিনই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় নিচের দিকে নেমে যেতে হয়। কারণ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টেবিলের শীর্ষে উঠে আসে নিউজিল্যান্ড। দ্বিতীয় স্থানে নেমে যায় অস্ট্রেলিয়া।
তবে রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে জিতে ফের দ্বিতীয় স্থানে উঠে এল ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি সাইকেলে মোট সাতটি টেস্ট খেলেছে ভারত। তার মধ্যে জিতেছে চারটিতে। আপাতত ভারতের সংগ্রহে ৫৯.৫২ শতাংশ পয়েন্ট। শীর্ষে থাকা নিউজিল্যান্ডের সংগ্রহে ৭৫ শতাংশ পয়েন্ট। গতবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী অস্ট্রেলিয়া ৫৫ শতাংশ পয়েন্ট পেয়েছে। অন্যদিকে, মাত্র ২১.৮৭ পয়েন্ট পেয়ে তালিকার অষ্টম স্থানে ইংল্যান্ড।