সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমে ভারত। তারপর জিম্বাবোয়ে। চলতি বিশ্বকাপে (T-20 World Cup 2022) পরপর দুই ম্যাচে নিজের দেশের হার যেন কিছুতেই মেনে নিতে পারছেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার। আর সেই কারণেই এবার হতাশা ও ক্ষোভ একসঙ্গে উগড়ে দিলেন শোয়েব আখতার। রীতিমতো তাচ্ছিল্যের সুরে বলে দিলেন, আগামী সপ্তাহেই বাড়ি ফিরে যাবে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। অর্থাৎ শোয়েবের সাফ কথা, ভারতের বিশ্বকাপ জয়ের কোনও সম্ভাবনা নেই।
শুক্রবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে এক রানে জিম্বাবোয়ের কাছে পরাস্ত হয়েছেন বাবর আজমরা। আর তাতেই সেমিফাইনালে পৌঁছনোর পথ হয়েছে কঠিন। দুই গ্রুপের পয়েন্ট তালিকার দিকে তাকালে দেখা যাচ্ছে, এখনও পর্যন্ত সবচেয়ে বেশি পয়েন্ট টিম ইন্ডিয়ার (Team India) ঝুলিতেই। দারুণ ফর্মে রয়েছেন ভারতীয় ক্রিকেটাররাও। দ্বিতীয় গ্রুপ থেকে শেষ চারে ওঠার দৌড়ে ভারতের পাশাপাশি এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে তা সত্ত্বেও শোয়েবের (Shoaib Akhtar) দাবি, ভারতের দৌড় সেমিফাইনাল পর্যন্তই। শেষ চার থেকেই বিদায় নিয়ে আগামী সপ্তাহে দেশে ফিরবেন কোহলি-রোহিতরা।
[আরও পড়ুন: সংবাদমাধ্যম থেকে জানতে পেরেছেন বেতনসাম্যের কথা, ২৪ ঘণ্টারও পর টুইট সৌরভের]
নিজের ইউটিউব চ্যানেলে রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস বলেন, “পাকিস্তানের হার সত্যিই হতাশাজনক। আমি আগেই বলেছিলাম পাকিস্তান এই সপ্তাহেই দেশে ফিরবে। ভারতও সেমিফাইনাল খেলেই বাড়ি ফিরবে। কারণ তারাও খুব একটা ভাল খেলছে না।”
জিম্বাবোয়ের কাছে হারায় তীব্র সমালোচনা ধেয়ে এসেছে বাবরদের দিকে। এমনকী বাকযুদ্ধে শামিল পাক প্রধানমন্ত্রী ও জিম্বাবোয়ের প্রেসিডেন্টও। এবার পাকিস্তান দলকে একহাত নিলেন শোয়েবও। গোটা দলকেই হারের জন্য দায়ী করেছেন তিনি। কাঠগড়ায় তুলেছেন পাক ক্রিকেট বোর্ডকেও। তাঁর দাবি, সঠিক প্লেয়ারদের বেছে নেওয়া হচ্ছে না। যার জন্য ভুগতে হচ্ছে গোটা পাকিস্তানকে। এবার দেখার হাজার সমালোচনা সামলে বাবররা পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেন কি না।